'উইকেট বুঝে বোলিং করলেই সাফল্য আসবে'

আন্তর্জাতিক
'উইকেট বুঝে বোলিং করলেই সাফল্য আসবে'
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নিতে সোমবারই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ দল। আর দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব দলের অফ স্পিনার নাইম হাসান জানিয়েছেন উইকেটের অবস্থা বুঝে বল করতে পারলেই কিউইদের মাটিতে সাফল্য পাওয়া সম্ভব। 

নাইম বলছিলেন, 'ওখানে (নিউজিল্যান্ড) গিয়ে আগে দেখতে হবে উইকেট কি চায়। সে অনুসারে আমাদের বোলিং করতে হবে। তাহলে সাফল্য আসবে।'

 নিউজিল্যান্ডের উইকেট বরাবরই পেস সহায়ক। সেখানে পেসাররা বাউন্স দিয়েই ব্যাটসম্যানদের ঘায়েল করতে চান বেশিরভাগ সময়।

তবে এই বিষয়টিকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না নাইম। তাঁর মতে যারা ভালো বোলিং করতে পারবে তারাই সাফল্য পাবে। তাঁর ভাষ্যমতে, 

'পেস আর স্পিন উইকেট নিয়ে কোনো কথা নেই। যারা ভালো বোলিং করবে তারা সাফল্য পাবে।'

এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন চট্টগ্রামের এই অফ স্পিনার। আর নিজের প্রথম সুযোগেই শতভাগ উজাড় করে খেলার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, 'বিশ্বকাপে খেলতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওখানে গিয়ে চেষ্টা করব নিজের শতভাগ দেয়ার।'

উল্লেখ্য আগামী ১৩ই জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।  

ছবি- যুগান্তর

আরো পড়ুন: this topic