promotional_ad

বক্সিং-ডে টেস্টে মঙ্গলবার অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড

promotional_ad

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে মঙ্গলবার বক্সিং-ডেতে  বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে  অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইতিমধ্যে ইনিংলিশদের টানা তিন টেস্টে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই সিরিজের চতুর্থ টেস্টে চাপহীন হয়েই খেলতে নামবে অজিরা।


এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মান বাঁচিয়ে ফিরতে চাইলে সিরিজের বাকি দুই ম্যাচের অন্তত একটিতে জয়ের বিকল্প নেই ইংলিশদের। বাকি দুই ম্যাচে হারলে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হবে জো রুটের দলকে। 


সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় অ্যাশেজের উত্তাপ কিছুটা কমে গেছে । যদিও,   সিরিজ জুড়েই দারুণ বোলিং করেছেন তিন অজি পেসার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কমিন্স। সিরিজের সর্বাধিক উইকেট শিকারি মিচেল স্টার্ক।


তবে, সিরিজের চতুর্থ টেস্টে এই তারকা পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। স্টার্কের গোড়ালির চোট গুরুতর  না হলেও শতভাগ ফিট না হয়ে মাঠে ফিরতে চান না তিনি। তাই সিরিজের চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টার্ক।



promotional_ad

এদিকে, স্টার্ক বিহীন অস্ট্রেলিয়াকে সিরিজের বাকি দুই টেস্টেই হারাতে মরিয়া ইংল্যান্ড ক্রিকেট দল। মেলবর্নেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় জো রুটেরা। পরিসংখ্যান অবশ্য ইংলিশদের হয়ে কথা বলছে না। অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১০ সালে মেলবোর্নে ইংলিশদের বিপক্ষে টেস্ট হেরেছিল। 


ভেন্যুঃ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট,  উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন মার্শ, মিচেল মার্শ, টিম পাইন (উইকেটরক্ষক), প্যাট কমিন্স, নাথান লায়ন, জস হ্যাজেলউড, জ্যাকসন বার্ড।


ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বাইরস্ট্রো (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, টিম ক্যারেন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।








আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball