promotional_ad

শীর্ষ স্থান ধরে রাখলেন সাকিব

promotional_ad

মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শেষে র‍্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।  আর এই সিরিজে লঙ্কানদের ৩-০ তে ধবল ধোলাই করে টি টোয়েন্টি র‍্যাংকিংয়ের পাঁচ থেকে দুইয়ে উঠে এসেছে ভারত। 


দলের পাশাপাশি উন্নতি রদবদল ঘটেছে ক্রিকেটারদের র‍্যাংকিংয়েও। ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল সিরিজে দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ২৩ ধাপ এগিয়ে চার নম্বরে উন্নীত হয়েছেন।


অপরদিকে সিরিজে দুর্দান্ত একটি সেঞ্চুরি করা রোহিত শর্মা ছয় ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন।  এছাড়াও উন্নতি হয়েছে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরারও। আট ধাপ এগিয়ে ৩০তম স্থানে এখন অবস্থান তাঁর।



promotional_ad

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানেও এসেছে পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইসকে হটিয়ে আবারো শীর্ষস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। 


এদিকে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে টপকে টি টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানটি দখল করেছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।  অপরদিকে আফগানিস্থানের লেগ স্পিনার রশিদ খান ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

তবে বোলার এবং ব্যাটসম্যানের তালিকায় রদবদল হলেও অপরিবর্তিতই আছে অলরাউন্ডারদের র‍্যাংকিং। এখনও এই তালিকার শীর্ষেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩৫২।  ৩৩০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে অবস্থান করছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

শীর্ষ ১০ দেশ:  পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ।


শীর্ষ ৫ ব্যাটসম্যান: অ্যারন ফিঞ্চ, এভিন লুইস, বিরাট কোহলি, লোকেশ রাহুল, কেন উইলিয়ামসন।



শীর্ষ ৫ বোলার: ইমাদ ওয়াসিম, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, স্যামুয়েল বদ্রি, ইমরান তাহির।


শীর্ষ ৫ অলরাউন্ডার: সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী, মারলন স্যামুয়েলস, জেপি ডুমিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball