দরজায় কড়া নাড়ছেন রাহি-আরিফুলরা

আন্তর্জাতিক
দরজায় কড়া নাড়ছেন রাহি-আরিফুলরা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে। বিপিএলের পর বর্তমানে জাতীয় লীগের (এনসিএল) জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। 

এনসিএলের পর আগামী মাস থেকে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিবে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর আবার শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

শ্রীলংকা সিরিজটাকে বেশ গুরুত্বের সাথেই যে নিবে টাইগার ক্রিকেটাররা তা বলাই বাহুল্য। কারণ বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যাওয়া চন্ডিকা হাথুরুসিংহে লঙ্কানদের হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট পূরণ করতে যে আসছেন বাংলাদেশেই। 

আর এই কারণে আসন্ন সিরিজের জন্য ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পের জন্য ডাক পাবেন জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সেরা পারফর্মাররা। 

বিশেষ করে বিপিএলে ভালো খেলা ক্রিকেটারদের বেশী সুযোগ দিবে বিসিবি বলে জানা গেছে। এদের মধ্যে থাকছেন দুই পেসার আবু জায়েদ রাহী এবং আবু হায়দার রনি, অলরাউন্ডার আরিফুল হক ও উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান ও স্পিনার নাজমুল ইসলাম অপু।

জানা গেছে, ৩২ সদস্যের প্রথমিক দল ঘোষণা হতে পারে আগামী রবি অথবা সোমবার। এ বিষয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দৈনিক মানবজমিনকে বলেন, 'আমরা ২৩ তারিখের মধ্যে বোর্ডের কাছে প্রাথমিক দল জমা দেবো। সেদিন না হলেও তার পরদিন সেটি সংবাদ মাধ্যমে জানিয়ে দেয়া হবে।'

পাশাপাশি নান্নু আরও জানান, তাদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। দল ঘোষণার জন্য খুব শীঘ্রই একসাথে বসবে বিসিবি বলে জানান প্রধান নির্বাচক। তার ভাষায়,‘এখনো চূড়ান্ত হয়নি তালিকা। এই প্রসঙ্গে নান্নু বলেন, 

'আমরা মিটিং করবো জাতীয় দলে বর্তমানদের ছাড়াও আরো কাদের প্রাথমিক দলে সুযোগ দিয়ে দেখা যায়। আমাদের প্রাথমিক দল এমনভাবে ঘোষণা করতে হবে যেখানে ওয়ানডে, টেস্ট ও টি- টোয়েন্টির সেরা পারফর্মারই থাকে। অবশ্য সাম্প্রতিক সময়ে যারা ভালো করছে তাদের দিকেও আমাদের নজর আছে। তবে এখনই আমি নামগুলো বলতে চাইছি না।'

এছাড়াও আসন্ন সিরিজে কেমন দল সাজাবেন নির্বাচকরা সেটা নিয়ে প্রশ্ন করলে নান্নু বলেন, 'আমরা নিয়মিত পাফরমার ছাড়াও যোগ্যদেরই দলে রাখতে চাই। প্রাথমিক দল এমন হবে- যেখান থেকে তিন ফরমেটের জন্যই ভারসাম্যপূর্ণ ক্রিকেটার বেছে নেয়া যায়।' 

আরো পড়ুন: this topic