promotional_ad

উইকেট নয়, ব্যাটসম্যানদের দায় দেখছেন সুজন

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মিরপুরের উইকেট নিয়ে। সেখানে ব্যাটসম্যানরা রানই করতে পাড়ছেন না। দলীয় সংগ্রহ বড় করতেও সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। এমন, উইকেটের সমালোচনা করেছেন দেশি বিদেশি অনেক ক্রিকেটারই। 




মিরপুরের উইকেটকে 'জঘন্য' বলে, কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি তামিম ইকবাল। রংপুর রাইডার্স দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এই উইকেট গ্রহণযোগ্য নয়। ব্রেন্ডন ম্যাককালামের কাছে মিরপুরের উইকেট 'বাজে'। সুনীল নারিনতো সোজাসাপ্টা বলে দিয়েছেন, এমন উইকেটে টি২০ চলে না।




সবাই যখন সমালোচনায় ব্যস্ত এমন সময় এই উইকেটে খারাপ কিছুই দেখছেন না ঢাকা ডায়নামাইটসের কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি, বড় স্কোর না হওয়ার দায় ব্যাটসম্যানদেরই দিচ্ছেন। কড়া সমালোচনা করেছেন ব্যাটসম্যানদের। তাছাড়া, বিপিএলে বাজে আম্পায়ারিং নিয়েও সমালোচনার কিছু দেখছেন না এই বোর্ড পরিচালক।





promotional_ad

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সুজন বলেন, ‘উইকেটে কোন জুজু ছিলো না। হ্যাঁ সুনীল নারিনের উইকেটটা একটু লো ছিল। এমন দুই একটা হতেই পারে। ওদের বেলাতেও একটা দুইটা এমন হয়েছে। যেমন সুনীল নারিন নাহিদের যে উইকেটটা পেল। এমন দুইটা একটা হয়েছে।’




আগের দিন রংপুরের বিপক্ষে ১৩৭ রান করেছিল ঢাকা। ম্যাচের শুরুতে ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। তারপর অধিনায়ক সাকিবের ব্যাটে চড়ে লড়াই করার পূঁজি পায় তারা। নিজের দলের এমন সংগ্রামের পরও উইকেটের দোষ দিতে নারাজ সুজন, ‘উইকেটটা আমাদের হাতে নাই, এটা আমার কাজ না। এটা কিউরেটরের কাজ। সে তার সেরাটা তৈরি করার চেষ্টা করেছে যেখানে ভালো ক্রিকেট খেলা হয়। কালকের উইকেটে দেখেন আমরা শুরুটা ভালো করতে পারিনি, তবে পরে সাকিব যেভাবে ব্যাটিং করলো তাতে উইকেটকে আমি দোষ দেব না। আমরা আসলে ব্যাটিং ভালো করতে পারিনি। আমরা আলগা শট খেলে আউট হয়েছি।’




বিপিএলের এবারের আসরে উইকেট নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে রংপুর ও কুমিল্লার ম্যাচটি। মিরপুরের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাত্র ৯৭ রানে অল আউট হয় রংপুর। এরপর সেই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে শেষ ওভারে জয় পায় কুমিল্লা। এরপর দ্বিতীয় ম্যাচে ১০৬ রানে অল আউট রাজশাহী। সেই ম্যাচে আগে ব্যাট করে নারিন ঝড়ে ২০৫ রানের বড় পূঁজি পায় ঢাকা।





কিন্তু সে ম্যাচে ঢাকার বড় রানের পেছনে ছিল রাজশাহীর ফিল্ডারদের ব্যর্থতা। তারা মোট ৫টি সহজ ক্যাচ ফেলেছিলেন। না হলে তাদের সংগ্রহ দেড়শ রানের নিচেই হয়তো থাকতো! সেই ম্যাচকেই ভালো উইকেটের মাপকাঠি হিসেবে ধরছেন সুজন, ‘যেদিনের উইকেট নিয়ে এতো কথা সেদিন কিন্তু ঢাকা দুশর উপর রান করেছে। তো বলতে পারবেন না উইকেট খারাপ। তবে আমরা চাই যে ভালো উইকেটে খেলা হোক। ফ্ল্যাট উইকেটে খেলা হোক। যেটা দুই দল ভালো খেলবে।’




বাজে উইকেটের সাথে এবার সমালোচনায় শীর্ষে আছে বাজে আম্পায়ারিংও। তবে সুজনের দাবী আম্পায়ারিংও ঠিকঠাকই হচ্ছে, ‘ভুল সিদ্ধান্ত হয়। আমরা মনে করি এটা খেলার অংশ। আম্পায়ার্স রিপোর্ট একটা আমাদের কাছে আছে, আমরা বলতে পারি এটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু দিনশেষে এটা আম্পায়ার্স কল। কিন্তু কোন আম্পায়ার যদি বলে আমাদের বাজে দিন গেছে। এটা হতে পারে। কারণ তারা খালি চোখে দেখে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball