promotional_ad

সিরিজ হারের পথে লঙ্কানরা

promotional_ad

দিল্লিতে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিন শেষেও পিছিয়ে লঙ্কানরা। ৪১০ রানের বড় লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে চান্দিমালরা। ম্যাচ জয়ের জন্য শেষ দিন তাদের প্রয়োজন আরও ৩৭৯ রান। হাতে আছে ৭ উইকেট।




শেষদিন ভারতীয় স্পিনার জাদেজা-অশ্বিনদের সামনে লঙ্কান ব্যাটসম্যানরা কতোটুকু লড়াই করতে পারেন তাই এখন  দেখার বিষয়। এই টেস্টে জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত করবে ভিরাট কোহলির দল।




সিরিজের এই শেষ টেস্টের শুরুতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ৫৩৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ডাবল সেঞ্চুরি (২৪৩ রান) করেন।




এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩৭৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। তারপর ভারত তাদের নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে।




সংক্ষিপ্ত স্কোর





promotional_ad

চতুর্থ দিন শেষে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৩৭৯ রান, হাতে সাত উইকেট।




ভারত প্রথম ইনিংস: ৫৩৬/৭ডি (১২৭.৫ ওভার)




(মুরালি বিজয় ১৫৫, শিখর ধাওয়ান ২৩, চেতেশ্বর পূজারা ২৩, বিরাট কোহলি ২৪৩, অজিঙ্কা রাহানে ১, রোহিত শর্মা ৬৫, রবীচন্দ্রন অশ্বিন ৪, ঋদ্ধিমান সাহা ৯*, রবীন্দ্র জাদেজা ৫*; সুরঙ্গা লাকমল ০/৮০, লাহিরু গ্যামেজ ২/৯৫, দিলরুয়ান পেরেরা ১/১৪৫, লক্ষণ সান্দাকান ৪/১৬৭, ধনঞ্জয়া ডি সিলভা ০/৪৮)।




শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৭৩ (১৩৫.৩ ওভার)




(দিমুথ করুণারত্নে ০, দিলরুয়ান পেরেরা ৪২, ধনঞ্জয়া ডি সিলভা ১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১১, দিনেশ চান্দিমাল ১৬৪, সাদিরা সামারাবিকরামা ৩৩, রোশেন সিলভা ০, নিরোশান ডিকওয়েলা ০, সুরঙ্গা লাকমল, লাহিরু গ্যামেজ ১, লক্ষণ সান্দাকান ০*; মোহাম্মদ শামি ২/৮৫, ইশান্ত শর্মা ৩/৯৮, রবীন্দ্র জাদেজা ২/৮৬, রবীচন্দ্রন অশ্বিন ৩/৯০)।





ভারত দ্বিতীয় ইনিংস: ২৪৬/৫ডি (৫২.২ ওভার)




(মুরালি বিজয় ৯, শিখর ধাওয়ান ৬৭, অজিঙ্কা রাহানে ১০, চেতেশ্বর পূজারা ৪৯, বিরাট কোহলি ৫০, রোহিত শর্মা ৫০*, রবীন্দ্র জাদেজা ৪*; সুরঙ্গা লাকমল ১/৬০, লাহিরু গ্যামেজ ১/৪৮, দিলরুয়ান পেরেরা ১/৫৪, ধনঞ্জয়া ডি সিলভা ১/৩১, লক্ষণ সান্দাকান ১/৫০)।




শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৩১/৩ (১৬ ওভার)




(দিমুথ করুণারত্নে ১৩, সাদিরা সামারাবিকরামা ৫, ধনঞ্জয়া ডি সিলভা ১৩*, সুরঙ্গা লাকমল ০, অ্যাঞ্জেলো ম্যাথুজ ০*; ইশান্ত শর্মা ০/৬, মোহাম্মদ শামি ১/৮, রবীচন্দ্রন অশ্বিন ০/১২, রবীন্দ্র জাদেজা ২/৫)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball