promotional_ad

উইকেটকে দুষলেন মোসাদ্দেকও

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট ও চট্টগ্রাম পর্বে বেশ কিছু দলীয় বড় সংগ্রহ দেখেছেন দর্শকরা। ব্যক্তিগত ভাবেও ব্যাটসম্যানরা ছিলেন রানের মধ্যে। ফলে দর্শকরাও পেয়েছিলেন বিনোদনের খোঁড়াক। তবে, ঢাকা পর্বে এসেই যেন রঙ হারাচ্ছে বিপিএল।




ব্যাটসম্যানরা তো বড় স্কোরের দেখা পাচ্ছেনই না, দলীয় বড় সংগ্রহেরও দেখা নেই। এর কারণ হিসেবে অনেকে দায়ী করেছেন উইকেটের বিরূপ আচরণকে। এই উঁচু বাউন্স তো পরের বলই প্রত্যাশার চেয়ে নিচু। আর স্পিনাররা তো ম্যাচের শুরু থেকেই ছড়ি ঘুড়াচ্ছেন। এমন উইকেটে চার-ছক্কাতো দূরের কথা ব্যাটসম্যানদের টিকে থাকার জন্যই বেশ সংগ্রাম করতে হচ্ছে।




কুমিল্লা-রংপুরের ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজারা ক্ষোভ ঝেড়েছিলেন উইকেটের উপর। এবার তাদের সঙ্গে সূর মিলিয়ে  ঢাকা ডায়নামাইটসের তরুণ অলরাউন্ডার  মোসাদ্দেক হোসেন সৈকত উইকেটের দিকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ জানিয়েছেন।





promotional_ad

মিরপুরের এই উইকেটে ঢাকা ডায়নামাইটসই দলীয় দুইশো রানের দেখা পেয়েছে দুই বার। তারপরও এই উইকেটকে আদর্শ মানতে নারাজ মোসাদ্দেক, ‘ঢাকায় আসার পর যে কয়টা ম্যাচ হয়েছে এর মধ্যে একমাত্র আমরাই ২শ রান করেছি। বাকি দলগুলোর কেউই হয়তো ১৬০-১৭০ এর বেশি করতে পারেনি। তাই আমার মনে হয় উইকেট আরও ভাল হওয়া উচিত।'




মোসাদ্দেক হোসেন আরও জানিয়েছেন, 'যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট দর্শকরা চায় চার ছক্কা বেশি হবে। ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসেরও ব্যাপার আছে এখানে। আমরা চিটাগংয়ের উইকেটেও খেলে এসেছি। ওখানকার উইকেট দেখেন, এখানকার উইকেট দেখেন। আমার মনে হয় এখানকার উইকেটের প্রতি আরও মনোযোগী হওয়া উচিত।’




উইকেট নিয়ে এতো আলোচনার পরও, রোববার তামিম-মাশরাফিদের কথার বিরোধিতা করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক রান না হওয়ার কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেছেন।





এদিকে ঢাকায় ফিরেই রাজশাহীকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে সাকিবরা। এবার সেরা দুইয়ে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস। এমনটাই জানিয়েছেন, দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোসাদ্দেক হোসেন।সেই লক্ষ্যেই বুধবার রংপুরের বিপক্ষে মাঠে নামবে দলটি।




এই প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘শেষ চার নিশ্চিত হয়েছে, এবার আমাদের লক্ষ্য রেসে এক বা দুয়ে থাকা। পরের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমরা দুইয়ে থাকবো। দুইয়ে থাকলে আমাদের সুযোগ থাকবে বেশি। দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তাই আমাদের মূল লক্ষ্য ওইদিকেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball