সংযুক্ত আরব আমিরাত ৭৭ রানে হারিয়ে দিয়েছে সামোয়াকে। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর এবং বৃহস্পতিবার জাপানের বিপক্ষে আরব আমিরাতের পরবর্তী ম্যাচ নির্ধারিত থাকায়, সুপার সিক্স পর্বে নিজেদের মধ্যকার ম্যাচের আগেই ওমান ও নেপাল তাদের শীর্ষ তিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর, ওমান কোয়ালিফায়ারে আসা অন্যতম ফেভারিট দলের মধ্যে ছিল। ছয়টি দলের মধ্যে তিনটি দল আগামী ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেপাল এবং ওমান প্রথম রাউন্ডে খেলেছিল।
ওমান এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে, ২০১৬ এবং ২০২৪ সালের সীমিত ওভারের বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা। নেপালও তেমনি ২০১৪ এবং ২০২৪ সালের পর আরেকটি বিশ্বকাপে খেলতে যাচ্ছে। গ্রুপে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে খেলা না খেলা নির্ভর করছে জাপানের হাতে।
তাদের হাতে দুটি ম্যাচ বাকি আছে, যার মধ্যে পরবর্তী ম্যাচটি সংযুক্ত আরব আমিরতের বিপক্ষে। যদি জাপান দুই ম্যাচেই জিততে পারে তাহলে তারা সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে বিশ্বকাপের টিকিট কাটবে। এখন দেখার বিষয় প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে পারে কিনা জাপান।