বাতিল হওয়া ম্যাচের টিকেটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা

ভারত-সাউথ আফ্রিকা সিরিজ
বাতিল হওয়া ম্যাচের টিকেটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা
বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘন কুয়াশার কারণে লম্বা সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি। ম্যাচ বাতিল হওয়ায় টিকেটের অর্থ ফেরত চাইছেন দর্শকরা। ম্যাচটি ভেস্তে যাওয়ায় টিকেটের পুরো টাকা ফেরত দিচ্ছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য সংস্থাটি।

ভারত ও সাউথ আফ্রিকার পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮ টায়। তবে ঘন কুয়াশার কারণে সাড়ে সাতটা সময় টস অনুষ্ঠিত হয়নি। প্রথমবার মাঠ পর্যবেক্ষণ করে খানিকটা সময় নেন ম্যাচ অফিসিয়ালসরা। রাত সাড়ে আটটায় আরেক দফা মাঠ পর্যবেক্ষণ করা হয়। যদিও পরিস্থিতির উন্নতি হয়নি।

ক্রমশই কুয়াশা বেড়ে যাওয়ায় রাত ৯ টায় আবারও পর্যবেক্ষণ করেন তারা। ছয় বার পর্যবেক্ষণ করার পর রাত ৯ টা ৫৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে হার্দিক পান্ডিয়াকে মাস্ক পড়ে অনুশীলন করতে দেখা যায়। ম্যাচ না হওয়ায় স্বাভাবিকভাবেই টাকা ফেরত চেয়েছেন দর্শকরা। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোন ডেলিভারি হওয়ার আগে যদি ম্যাচ বাতিল কিংবা পরিত্যক্ত হয় তাহলে দর্শকরা টিকেটের টাকা ফেরত পাবেন।

নিয়ম অনুসারে তাই দর্শকদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউপিসিএ। সেক্রেটারি প্রেম মনোহর গুপ্তা বলেন, ‘সেসব দর্শক অনলাইনে টিকেট কিনেছেন তারা তাদের পেমেন্ট মেথড অনুযায়ী টাকা ফেরত পাবেন। নিবন্ধন করা ইমেইল টাকা ফেরত সম্পর্কিত নোটিফিকেশন পাঠানো হবে। টিকেট ক্রেতাদের পরামর্শ দেয়া হচ্ছে আপনারা নিয়মিত ইমেইল পর্যবেক্ষণ করুন।’

যারা স্বশরীরে টিকেট কিনেছেন তারা আগামী ২০, ২১ এবং ২২ ডিসেম্বরের মধ্যে একানা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ২ নম্বর গেট থেকে টাকা ফেরত নিতে পারবেন। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কার্যক্রম চলবে। টিকেটের অর্থ ফেরত পেতে ভ্যারিফিকেশনের জন্য সরকারি আইডি এবং টিকেটের মূল কপি নিয়ে আসতে হবে। পাশাপাশি ব্যাংক ডকুমেন্টসও দিতে হবে। পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেবে ইউপিসিএ।

আরো পড়ুন: ভারত