কনওয়ের সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি, লাথামের শতক

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চা-বিরতির পর টিভি ক্যামেরায় দেখা যায় কেন উইলিয়ামসনকে। পুরো ব্যাটিং গিয়ার পরে ড্রেসিংরুমে শ্যাডো ব্যাটিং করছিলেন তিনি। সকাল থেকে প্রস্তুত থাকলেও প্রথম দিনে ব্যাটিংয়ে নামা হয়নি নিউজিল্যান্ডের তিন নম্বর ব্যাটারের। ডেভন কনওয়ে ও টম লাথামের ওপেনিং জুটিতেই কেটে যায় পুরো দিন।

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখেন এই দুই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ সারাদিন বল করেও শেষ বিকেলে মাত্র একটি উইকেট পায়। লাথাম আউট হওয়ার পর উইলিয়ামসনের বদলে নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয় জ্যাকব ডাফিকে। দিন শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় এক উইকেটে ৩৩৭।

অধিনায়ক টম লাথাম খেলেন ১৩৭ রানের ইনিংস। ২৪৬ বলের এই ইনিংসে আসে তার টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। একই সঙ্গে ওপেনার হিসেবে ছয় হাজার টেস্ট রান পূর্ণ করেন তিনি।

অন্যদিকে ডেভন কনওয়ে দিন শেষে অপরাজিত ছিলেন ১৭৮ রানে। ২৭৯ বল খেলে করা এই ইনিংসটি ছিল তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি থেকেই প্রথম দিনের খেলা শেষ করেন তিনি।

লাথাম ও কনওয়ের উদ্বোধনী জুটিতে আসে ৩২৩ রান। এটি নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। দেশের মাঠে এটিই এখন তাদের সবচেয়ে বড় উদ্বোধনী জুটি।

এ দিন শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা টাইট লাইন-লেংথে বল করেন। প্রথম আট ওভারে আসে মাত্র ১১ রান। এরপর ধীরে ধীরে রান বাড়তে থাকে। লাঞ্চের পর দুজনই হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ বিকেলে নতুন বল নেয়ার পর কিমার রোচের বলে লাথাম আউট হলে ভাঙে জুটি।