ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখানোয় হার্শিতের শাস্তি

ভারত- সাউথ আফ্রিকা সিরিজ
ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখানোয় হার্শিতের শাস্তি
ডিওয়াল্ড ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখাচ্ছেন হার্শিত রানা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রাঁচিতে অনুষ্ঠিত ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন হার্শিত রানা। দশ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের এই পেসার। সেই ম্যাচে দলের সবচেয়ে সফল পেসার ছিলেন তিনি।

তবে ম্যাচের পর হার্শিতকে সতর্ক করেছে আইসিসি। সাউথ আফ্রিকার ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর আগ্রাসী উদযাপনের কারণে আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানায় আইসিসি।

আইসিসির বিবৃতি অনুযায়ী, ২২তম ওভারে ব্রেভিসের ক্যাচ আউটের পর আগ্রাসী ভঙ্গিমায় ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন হার্শিত, যা খেলোয়াড় আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে। এজন্য তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

অভিযোগটি ছিল গত ২৪ মাসে হার্শিতের প্রথম অপরাধ। এই পেসার বিষয়টি স্বীকার করেন এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আর কোনো শুনানির প্রয়োজন নেই।

ম্যাচে হার্শিত শুরুতেই আঘাত হানেন। প্রথম ওভারেই রায়ান রিকেলটনকে বোল্ড করেন এবং পরে কুইন্টন ডি কককেও ফেরান। তার এই সাফল্য ভারতের বোলিং আক্রমণে অসাধারণ ভূমিকা রাখে।

শেষ পর্যন্ত ভারত ১৭ রানে ম্যাচ জিতে নেয়। বিরাট কোহলি ১৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। স্পিনার কুলদীপ যাদব নেন চার উইকেট। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বুধবার রায়পুরে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: হার্শিত রানা