মঙ্গলবার এই সিরিজটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা এই সফরের সূচিও প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে সিরিজটি শুরু হবে ৭ জানুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই হবে ডাম্বুলায়।
পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'আগামী মাসে পাকিস্তান টি-টোয়েন্টি দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে।'
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে পিসিবি ও এসএলসির কর্মকর্তারা একটি সংক্ষিপ্ত সিরিজটি আয়োজন নিয়ে নিয়মিত আলোচনা করছিলেন, যা এখন কার্যত নিশ্চিত হয়েছে। বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ নেই পাকিস্তান ও শ্রীলঙ্কার। এই সুযোগই কাজে লাগিয়েছে দেশটি।
বিশ্বকাপের আগ মুহূর্তে শ্রীলঙ্কায় এই টি-টোয়েন্টি সিরিজটি পাকিস্তানকে স্থানীয় কন্ডিশনে গুরুত্বপূর্ণ ম্যাচ–প্রস্তুতির সুযোগ দেবে। নিজেদের কম্বিনেশন সাজিয়ে নেয়ারও দারুণ সুযোগ পাবে পাকিস্তান। এ ছাড়া শ্রীলঙ্কার উইকেট ও আবহাওয়ার আচরণ সম্পর্কেও বিস্তারিত ধারণা পাবে দলটি।
পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সূচি-
১ম টি-টোয়েন্টি – ৭ জানুয়ারি ২০২৬, রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি – ৯ জানুয়ারি ২০২৬, রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টি – ১১ জানুয়ারি ২০২৬, রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম