৩ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে জ্যাকস

অ্যাশেজ
উইল জ্যাকস ও বেন স্টোকস, ফাইল ফটো
উইল জ্যাকস ও বেন স্টোকস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তিন বছর পর উইল জ্যাকসকে টেস্ট দলে ফিরিয়ে আনল ইংল্যান্ড। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে একমাত্র স্পিনার হিসেবে খেলতে যাচ্ছেন জ্যাকস। প্রথম টেস্টে পেসার মার্ক উডের চোট পাওয়ায় জ্যাকস তার জায়গা নিচ্ছেন।

২৭ বছর বয়সী এই ক্রিকেটার অফস্পিনার শোয়েব বশিরের চেয়ে এগিয়ে থেকেছেন মূলত তাঁর ব্যাটিং সক্ষমতার জন্য। আট নম্বরে ব্যাটিং গভীরতা বাড়াতে জ্যাকসকে বেছে নেয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সাদা বলের ক্রিকেটে ব্যস্ত থাকলেও এবার তিনি তৃতীয় টেস্ট খেলতে সুযোগ পাচ্ছেন।

ইংল্যান্ড ব্যাটার ও সারির সতীর্থ ওলি পোপ বলেন, 'সবাই জানে জ্যাকস কত বড় মাপের ক্রিকেটার। গত কয়েক বছরে ওর সাদা বলের খেলায় অনেক উন্নতি দেখা গেছে, আর এটা ওর লাল বলের খেলায় নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ।'

স্পিন-অলরাউন্ডার হিসেবে জ্যাকস যদিও মূলত ব্যাটিংয়ের জন্য পরিচিত, তবে ২০২২ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই ছয় উইকেট নিয়েছিলেন। এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা সীমিত, মাত্র তিন ম্যাচে পাঁচ উইকেট।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, 'দিন-রাতের ম্যাচে স্পিনার ব্যবহারের কৌশলগত দিক আছে। অস্ট্রেলিয়া নাথান লায়নকে কখনো আক্রমণাত্মকভাবে, কখনো ওভার দ্রুত শেষ করার জন্য ব্যবহার করে, সেগুলো আমাদের ভাবনায় রয়েছে।'

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।