ওই ঐতিহাসিক ইনিংসের পর চোটে পড়েন ক্যাম্পবেল। বিশ্বকাপের দলে জায়গা হারানোর পর ধীরে ধীরে ছিটকে যান ওয়ানডে পরিকল্পনা থেকে। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেও জায়গা স্থায়ী করতে পারেননি।
তবে গত মাসে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে আবার আলোচনায় আসেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। সেই পারফরম্যান্সই এবার ওয়ানডে দলে ফেরার বড় ভিত্তি।
টেস্টে সাফল্যের পাশাপাশি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টেও নজর কাড়েন ক্যাম্পবেল। জ্যামাইকার হয়ে করেন ২৭৭ রান, স্ট্রাইক রেট ছিল ১০২। সেই ধারাবাহিকতা নির্বাচকদের আস্থা ফেরায়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
ক্যাম্পবেলের ফেরায় বাদ পড়েছেন ব্র্যান্ডন কিং। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজের দল থেকে বাদ গেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন, গুড়াকেশ মোতি ও বাঁহাতি পেসার র্যামন সিমন্ডসও। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন দুই পেসার জোহান লেইন ও শামার স্প্রিঙ্গার।
চোটের কারণে এখনও মাঠের বাইরে রয়েছেন আলজারি জোসেফ, শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। তাদের অনুপস্থিতি সামাল দিতে নতুন পেসারদের সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ক্রাইস্টচার্চে রবিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানেজ, আকিম ওগিস, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, জোহান লেইন, খ্যারি পিয়ের, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।