ছিটকে গেলেন অ্যাবট, প্রথম টেস্টে খেলবেন হ্যাজেলউড

আন্তর্জাতিক
হ্যাজেলউডের চোট, অ্যাশেজের আগে ছিটকে গেলেন অ্যাবট
অস্ট্রেলিয়ার জার্সিতে জশ হ্যাজেলউড
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অ্যাশেজ শুরুর আগে একাধিক ক্রিকেটের চোটের কারণে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের দুপুরের পর মাঠে নামতে পারেননি দুই পেসার জশ হ্যাজলউড ও শন অ্যাবট। দুজনকেই সঙ্গে সঙ্গে পাঠানো হয় স্ক্যানের জন্য।

রিপোর্টে দেখা যায়, হ্যাজলউডের অবস্থা তেমন গুরুতর নয়, তবে অ্যাবট পড়েছেন মাঝারি মাত্রার হ্যামস্ট্রিং ইনজুরিতে। এই বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রলিয়া। নির্ধারিত সময়েই হ্যাজেলউড অনুশীলনে ফিরবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ‘জশ হ্যাজলউড পরিকল্পনামাফিক পার্থে দলের সঙ্গে যোগ দেবেন অ্যাশেজের প্রথম টেস্টের আগে। তিনি ডান হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় স্ক্যান করানো হয়েছিল। তাতে কোনো পেশির টান ধরা পড়েনি। তিনি নির্ধারিত সময় অনুযায়ী অনুশীলন করবেন।’

অন্যদিকে অ্যাবট অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। এই বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘বাম হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার ইনজুরি ধরা পড়েছে। পার্থে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। আগামী কয়েক সপ্তাহে তার পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হবে।’

আগামী কয়েকদিন হ্যাজেলউডকে নিয়ে কোনো ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দল। এর আগেই অজিদের অধিনায়ক ও দলের প্রধান পেসার প্যাট কামিন্স পার্থে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্ট থেকে ছিটকে গেছে। অস্ট্রেলিয়ান পেসারদের চোটের তালিকায় আছেন ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন ও স্পেন্সার জনসনও।

অ্যাবটের পার্থে খেলার সম্ভাবনা ছিল কমই, অজি পেসারদের মধ্যে আরও কেউ চোট পেলে সুযোগ পেতে পারেন ৩১ বছর বয়সী ব্রেন্ডন ডগেট। এই পেসার চলতি মৌসুমে ১৪.৬৯ গড়ে ১৩টি উইকেট নিয়েছেন শেফিল্ড শিল্ডে। তিনিও কিছুদিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন।

আরো পড়ুন: অ্যাশেজ