বিশ্বকাপের আগমুহূর্তে শারজাহতে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

আন্তর্জাতিক
বিশ্বকাপের আগমুহূর্তে শারজাহতে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
বিশ্বকাপের আগমুহূর্তে শারজাহতে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আন্তর্জাতিক সিরিজের আয়োজন করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল, যা হবে মূল টুর্নামেন্টের আগে তাদের প্রস্তুতির বড় সুযোগ।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের সিরিজ নির্ধারণ করা হয়েছে। ম্যাচগুলো হবে ১৯, ২১ ও ২২ জানুয়ারি। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে উভয় দল।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে। আয়োজক দেশগুলো ইতোমধ্যেই ভেন্যু চূড়ান্ত করেছে, তবে এখনও প্রকাশ করা হয়নি টুর্নামেন্টের গ্রুপিং ও পূর্ণ সূচি।

উইন্ডিজ ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকম্ব মনে করেন, আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ হবে তাদের জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ, 'উপমহাদেশের মতো কন্ডিশনে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে দলীয় সমন্বয় ও খেলার ধরন আরও শানিত হবে, যা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।'

এখন পর্যন্ত আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে মোট আটটি টি-টোয়েন্টিতে। এর মধ্যে পাঁচ ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা, আর তিন ম্যাচে জয় পেয়েছে আফগানরা। ছয় বছরের দীর্ঘ বিরতির পর দুই দল আবারও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান খেলেছিল সেমিফাইনালে। অন্যদিকে ঘরের মাঠে সুপার এইটও পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন সিরিজ তাই উভয় দলের জন্যই নিজেদের ছন্দ ও ভারসাম্য খুঁজে পাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ