নিউজিল্যান্ড দলে হেনরি, জায়গা ধরে রাখলেন টিকনার

আন্তর্জাতিক
নিউজিল্যান্ড দলে হেনরি, জায়গা ধরে রাখলেন টিকনার
নিউজিল্যান্ডের জার্সিতে ম্যাট হেনরি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কিউই দলে ফিরেছেন পেসার ম্যাট হেনরি। গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে কাফ ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি।

বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন হেনরি। ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডের হয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজেও খেলার কথা রয়েছে তার। এদিকে, ৩২ বছর বয়সী ব্লেয়ার টিকনার ওয়ানডে দলে নিজের জায়ফা ধরে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে টানা ম্যাচসেরা হন তিনি।

দুই ম্যাচে ৮ উইকেট নেন ১২.২৫ গড়ে। ওই সিরিজের আগে সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে খেলেছিলেন টিকনার। মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পারফরম্যান্সের কারণেই কিউই দলে টিকে গেছেন তিনি। তবে এখনও ইনজুরির ধাক্কা থেকে বের হতে পারেনি নিউজিল্যান্ড।

দলটির ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আব্বাস (রিবস), ফিন অ্যালেন (পা), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলনে (গোড়ালি), উইল ও’রউর্ক (পিঠ), গ্লেন ফিলিপস (কুঁচকি) এবং বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং)— এখনও ইনজুরিতে আছেন। টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করায় কেন উইলিয়ামসনকে ওয়ানডে সিরিজের জন্য বিবেচনা করা হয়নি।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার অবশ্য হেনরির ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, 'ম্যাট আমাদের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও আমাদের বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেয়। তাই তাকে আবার দলে পাওয়া দারুণ ব্যাপার। সে বিশ্রামের পর ফ্রেশ ও পুরোপুরি ফিট থাকবে, সামনে সাদা ও লাল বলের ক্রিকেটে ব্যস্ত সময় রয়েছে আমাদের। এর আগে তাকে নিয়ে আমরা আত্মবিশ্বাসী।'

তিনি আরও যোগ করেন, 'ইংল্যান্ডের বিপক্ষে টিক্স (টিকনার) যা করেছে, তার চেয়ে বেশি কিছুর প্রত্যাশার সুযোগ ছিল না আমাদের। তার গতি ও বাউন্স প্রতিপক্ষের ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছিল। হঠাৎ দলে ডাক পেয়ে সে যেভাবে পারফর্ম করেছে, সেটি তার কঠোর পরিশ্রমেরই ফল।'

ইংল্যান্ডের বিপক্ষে ৩–০ ব্যবধানে জয়ের পর টানা ১০ সিরিজ জয় ধরে রাখতে চাইবে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ নভেম্বর ক্রাইস্টচার্চে। বাকি দুই ম্যাচ হবে ১৯ ও ২২ নভেম্বর নেপিয়ার ও হ্যামিলটনে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল-

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

আরো পড়ুন: নিউজিল্যান্ড