ব্রুকের সেঞ্চুরির ম্যাচ মিচেল-ব্রেসওয়েলের ফিফটিতে জিতল কিউইরা

আন্তর্জাতিক
ব্রুকের সেঞ্চুরির জবাবে কিউইদের জেতালেন মিচেল-ব্রেসওয়েল
হাফ সেঞ্চুরির পথে ড্যারিল মিচেল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি চার উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে কিউইরা। ম্যাচটির প্রথম ইনিংসের ভরাডুবি হয় ইংলিশ টপ অর্ডারের। নতুন বল হাতে নিয়ে দাপট দেখান দুই কিউই পেসার ম্যাট হেনরি ও জ্যাক ফোকস। বিপর্যয় সামলে অবশ্য সেঞ্চুরি তোলেন হ্যারি ব্রুক। যদিও অসাধারণ দুটি হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জেতান ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েল।

ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই হেনরির ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন ওপেনার জেমি স্মিথ। পরের ওভারে ফোকস নেন দুই উইকেট। বেন ডাকেটকে কট বিহাইন্ড এবং জো রুটকে বোল্ড করেন তিনি। ষষ্ঠ ওভারে জ্যাকব বেথেলের অফ স্টাম্প উড়িয়ে দেন তিনি। মাত্র ১০ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ইংল্যান্ড।

এরপর অধিনায়ক জস বাটলারও ফেরেন ৩৩ রানের মাথায়, ক্যাচ তুলে দেন মিড অফে। তার উইকেটটি নেন হেনরি। নতুন বলের ১৫ ওভারের মধ্যেই হেনরি ও ফোকসের বোলিংয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ড দাঁড়ায় ছয় উইকেটে ৫৬। সেই তখনই ব্যাট হাতে ত্রাণকর্তা হিসেবে হাজির হন ব্রুক।

শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন তিনি। ব্যক্তিগত ৩৬ রান পর্যন্ত তিনি শুধু বাউন্ডারিতেই রান নেন। কিউই পেসারদের বাউন্সারে পুল করে, স্পিনারদের বিপক্ষে লং অন–মিডউইকেটে ছক্কা হাঁকিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সপ্তম উইকেটে জেমি ওভারটনের সঙ্গে জুটি গড়ে তোলেন ৮৭ রানের।

৮২ বলে সেঞ্চুরি তুলে নেন ব্রুক। একই ওভারে জ্যাকব ডাফিকে টানা তিন ছক্কায় সেঞ্চুরি পান তিনি। শেষ উইকেট হিসেবে ব্রুক ১৩৫ রানে আউট হন। ১০১ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা। ইংল্যান্ডের ২২৩ রানের ইনিংসে তিনি একাই করেন অর্ধেকের বেশি রান। অন্য ব্যাটারদের মধ্যে কেবল ওভারটন (৪৬) কিছুটা সঙ্গ দিতে পেরেছেন।

জবাবে নিউজিল্যান্ডের শুরুটাও ছিল ইংলিশ পেসারদের নিয়ন্ত্রণে। ব্রাইডন কার্স ও লুক উড নতুন বলে দারুণ সূচনা করেন। কার্স নিজের প্রথম ওভারেই উইল ইয়াং (৫) ও কেন উইলিয়ামসনকে (০) ফেরান। ইয়াংকে বোল্ড করার পর উইলিয়ামসন ফেরেন প্রথম বলেই।

এরপর উড দুর্দান্ত ক্যাচে ফেরান রাচিন রবীন্দ্রকে। ২৪ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। দলীয় ৬৬ রানের মধ্যে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন ২৪ রান করা টম লাথাম। সেখান থেকেই ম্যাচের গতি ঘুরিয়ে দেন মিচেল ও ব্রেসওয়েল।

দুই ব্যাটারই শুরুতে সাবধানী ব্যাটিং করেন। পরে রানের গতি বাড়ান। পঞ্চম উইকেটে ৯২ রানের জুটি গড়ে দুজন মিলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন। শেষদিকে ব্রেসওয়েল ৫১ রানে রানআউট হলেও মিচেল অপরাজিত থাকেন ৭৮ রানে। ৮০ বল হাতে রেখে চার উইকেটে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

আরো পড়ুন: নিউজিল্যান্ড