মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তিনজন স্পিনার খেলায়। অলরাউন্ডার রস্টন চেজের সঙ্গে সেই ম্যাচে খেলেন গুঁড়াকেশ মোতি ও খারি পিয়েরে। এবার তারা দলে নিচ্ছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেইনকে।
৩২ বছর বয়সী আকিল মূল ওয়ানডে স্কোয়াডে ছিলেন না। তবে দলীয় সূত্রে জানা গেছে, তিনি সোমবার রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া, প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার রামন সিমন্ডস।
২৪ বছর বয়সী এই পেসার এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে, জেদাইয়া ব্লেডস ও শামার জোসেফ, যারা ওয়ানডে স্কোয়াডে ছিলেন, তারা এবার ক্যারিবিয়ান দ্বীপে ফিরে যাচ্ছেন।
বাংলাদেশও আগেই তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। স্পিন আক্রমণ শক্তিশালী করতে ফর্মে থাকা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে যুক্ত করে টাইগাররা।