সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার সময় পায়ের পেশির চোটে পড়েছিলেন বাভুমা। সেই চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় পাকিস্তান সফরে টেস্ট এবং ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। ধারণা করা হচ্ছিল, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে সেরে উঠবেন তিনি। জাতীয় দলের জার্সিতে ফিরতে না পারলেও সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে খেলবেন ডানহাতি এই ব্যাটার।
আগামী নভেম্বরে দুইটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে সাউথ আফ্রিকা ১৪ নভেম্বর শুরু হওয়া সিরিজটি শেষ হবে ১৯ ডিসেম্বর। সেই সিরিজের আগেই দুইটি চারদিনের ম্যাচের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে সাউথ আফ্রিকা ‘এ’ দল। ভারত সফরের প্রস্তুতি নিতে ‘এ’ দলের হয়ে বাভুমাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
৩০ অক্টোবর মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচে। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় সেই ম্যাচে পাওয়া যাবে না বাভুমাকে। তবে বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে খেলবেন সাউথ আফ্রিকার টেস্ট অধিনায়ক। চারদিনের ম্যাচে সফরকারীদের নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটার মার্কুস অ্যাকারম্যান।
তাদের ছাড়াও ভারত সফরে সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে খেলবেন জুবাইর হামজা এবং প্রেনেলান সুব্রায়েন। তারা দুজনই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে আছেন। যেখানে লাহোরে হওয়া প্রথম ম্যাচে খেলেছেন স্পিনার সুব্রায়েন। এ ছাড়া সাউথ আফ্রিকার হয়ে সাদা বলের ক্রিকেট খেলা কোডি ইউসুফও আছেন স্কোয়াডে।
সাদা পোশাকের লড়াই শেষে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ ও সাউথ আফ্রিকা ‘এ’ দল। ১৩ থেকে ১৯ নভেম্বর রাজকোটে হবে সিরিজটি। যেখানে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরবেন কিউনা মাফাকা। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে পারছেন না তরুণ এই পেসার।