বড় লিডের পর পাকিস্তানের ব্যাটিং ধস

আন্তর্জাতিক
বড় লিডের পর পাকিস্তানের ব্যাটিং ধস
বাবরকে আউট করার পর কাগিসো রাবাদার উচ্ছ্বাস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
স্পিন সহায়ক উইকেটে চমৎকার বোলিংয়ে পাকিস্তানকে লিড এনে দিয়েছিলেন নোমান আলী। তবে ব্যাটাররা পাকিস্তানকে ভালো অবস্থানে থেকে দিন শেষ করতে দিলেন না। নোমানের ঘূর্ণিতে প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৯ রানে। ফলে ১০৯ রানের লিড পায় পাকিস্তান।

জবাবে খেলতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে অল আউট হয়ে যায়। ফলে এই ম্যাচে জিততে সাউথ আফ্রিকার সামনে ২৭৭ রানের লক্ষ্য। এই লক্ষ্যও অবশ্য পাকিস্তানকে বাড়তি সাহস যোগাতে পারে।

কারণ পাকিস্তানের মাটিতে টেস্টে আড়াইশ রানও তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ২০০০ সালে রাওয়ালপিন্ডিতে ২২০ রানের লক্ষ্যে জিতেছিল শ্রীলঙ্কা। এমন রেকর্ড মাথায় রেখে খেলতে নেমে স্বস্তিতে নেই প্রোটিয়ারা।

তারা দিন শেষ করেছে ২ উইকেটে ৫১ রান নিয়ে। রায়ান রিকেলটন ৭৬ বলে ২৯ ও টনি ডি জর্জি ৪৪ বলে ১৬ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এর আগে এইডেন মার্করাম ১১ বলে ৩ ও শূন্য রানে উইয়ান মুল্ডারের উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকা।

এদিন পাকিস্তানকে গুড়িয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সেনুরান মুত্থুস্বামী ও সাইমন হার্মার। এই দুজনেই ভাগাভাগি করে নিয়েছেন ৯ উইকেট। বাকি একটি উইকেট গেছে কাগিসো রাবাদার ঝুলিতে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭২ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। আর ৭৩ বলে ৪১ রান এসেছে ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে। তৃতীয় সর্বোচ্চ ৫৩ বলে ৩৮ রান করেছেন সাউদ শাকিল। পাকিস্তানের বাকি ব্যাটারদের মধ্যে কেউই ১৪ রানের বেশি করতে পারেননি।

আরো পড়ুন: পাকিস্তান