কারিমা ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে ১৬ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চার বছর আগে। জন্ম নিউইয়র্কে হলেও বেড়ে উঠেছেন ক্যারিবিয়ানে। এবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে তার আর কোনো বাধা নেই।
সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ১০ ইনিংসে ২১৯ রান করেছেন ১২৯.৫৮ স্ট্রাইক রেটে। নিয়মিত তিন নম্বরে ব্যাট করার সুযোগ পান এই আসরে। পাশাপাশি স্পিন বোলিংয়েও নজর কাড়েন তিনি।
নেপালের বিপক্ষে এই সিরিজে থাকছেন না অনেক অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। নেতৃত্ব দেবেন স্পিনার আকিল হোসেন। ৩২ বছর বয়সে প্রথমবারের মতো অধিনায়কত্বের সুযোগ পাচ্ছেন তিনি।
গোর ছাড়াও দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আকিম ওগিস, জিশান মোতারা, র্যামন সিমন্ডস ও আমির জাঙ্গু। সিপিএলে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন সবাই। অভিজ্ঞদের মধ্যে আছেন জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, ফ্যাবিয়ান অ্যালেন ও ওবেড ম্যাককয়।
নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর, শারজাহতে। ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ দলের ২০২৪ সালের নেপাল সফরের ধারাবাহিকতায় হচ্ছে এই সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম ওগিস, নাভিন বিদেইসি, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, কারিমা গোরে, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, জিশান মোতারা, র্যামন সিমন্ডস এবং শামার স্প্রিঙ্গার।