বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা তৃতীয় ভারতীয় তিনি। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন জসপ্রিত বুমরাহ এবং লেগস্পিনার রবি বিষ্ণই। শীর্ষে ওঠার পথে বরুণ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিকে। তিনি গত মার্চ থেকে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন।
এদিকে শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে এক উইকেট নেয়ার সুবাদে ছয় ধাপ এগিয়ে উঠে গেছেন ষষ্ঠ স্থানে। পাকিস্তানের বাঁহাতি রিস্টস্পিনার সুফিয়ান মুকিম চার ধাপ এগিয়ে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন। ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল এক ধাপ উঠে ১২ নম্বরে আছেন।
এর বাইরে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ ১১ ধাপ এগিয়ে ১৬তম, কুলদীপ যাদব ১৬ ধাপ এগিয়ে ২৩তম এবং আফগানিস্তানের নূর আহমদ ২৫তম স্থানে আছেন আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের তালিকায় ভারতের ওপেনার অভিষেক শর্মা শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন।
আরব আমিরাতের বিপক্ষে ১৬ বলে ৩০ এবং পাকিস্তানের বিপক্ষে ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। এদিকে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ও জস বাটলার দুজনেই এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠেছেন। সল্ট সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৬০ বলে অপরাজিত ১৪১ রানের ইনিংস।
যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান কোনো ব্যাটারের এক ইনিংসে এবং দ্রুততম সেঞ্চুরিও। বাটলার খেলেছেন ৩০ বলে ৮৩ রানের ইনিংস। তাদের ব্যাটিংয়ে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে ৩০৪ রান তোলে। এবারই প্রথমবারের মতো আইসিসি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে ঢুকলেন বাটলার।