পাকিস্তানের অভিযোগ আমলে নেয়নি আইসিসি

আন্তর্জাতিক
পাকিস্তানের অভিযোগ আমলে নেয়নি আইসিসি
টসের সময় সূর্যকুমার যাদব ও সালমান আলী আঘা, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারত ও পাকিস্তানের মহারণে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অ্যান্ডি পাইক্রফ্ট। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচেও একই দায়িত্বে রাখা হয়েছে তাকে। তবে সেই ম্যাচের আগে জিম্বাবুইয়ান ম্যাচ রেফারিকে বদলাতে আইসিসিকে অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।

১৪ সেপ্টেম্বরের ভারত ও পাকিস্তান ম্যাচে টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি দুই দলের অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ জিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে দ্রুততার মাঠে ছেড়ে ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার যাদব ও শিভাম দুবে। এমনকি ভারতের বাকি ক্রিকেটাররাও একই পথে হেঁটেছেন।

সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও ভারতের কেউ হাত মেলাতে আসেননি। এমন ঘটনার জেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের অধিনায়ক। এসব ঘটনা নিয়ে পুরো বিশ্ব জুড়েই আলোচনা-সমালোচনা চলছে। ম্যাচ শেষ হতেই আইসিসির কাছে অভিযোগ জানায় পিসিবি।

যেখানে তাদের অভিযোগ পত্রে বলা হয়েছে, টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে না করেন ম্যাচ রেফারি পাইক্রফ্ট।’ দেশটির ক্রিকেট বোর্ড জানায়, পাইক্রফ্ট যা করেছেন সেটা আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট সম্পর্কিত আইনের লঙ্ঘন।

পাইক্রফ্ট দায়িত্বে আছেন পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচেও। যে কারণে আইসিসির কাছে পিসিবি অনুরোধ জানায় যাতে জিম্বাবুইয়ান ম্যাচ রেফারিকে বদলানো হয়। অভিযোগ করার পর পিসিবিকে নিজেদের অবস্থান এবং উত্তর জানিয়েছে আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের অভিযোগ আমলে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

জবাবে বলা হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারাই পাইক্রফ্টকে জানিয়েছে দুই দলের অধিনায়করা হাত মেলাবেন না। এমন ঘটনায় ম্যাচ রেফারির দায় দেখছে না আইসিসি। যদিও তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে পিসিবি। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বর্জন করবে কিনা তা নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

ম্যাচ বর্জন করলে বিপাকে পড়তে হতে পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে দুই ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। তাদের সুপার ফোরও নিশ্চিত হয়ে গেছে। অন্য দিকে দুইটি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ১৭ সেপ্টেম্বরের দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই সেরা চারে জায়গা করে নেবে।

আরো পড়ুন: পাকিস্তান