যদিও বর্তমান ফর্ম আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তান দলকে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। ভারতের বিপক্ষে ম্যাচটিই বড় ভূমিকা রাখবে পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে।
পাকিস্তান লাগাতার সিরিজ খেলেছে আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে। অন্যদিকে ভারত লম্বা বিরতির পর এশিয়া কাপে মাঠে নেমেছে। ফলে ভারতকে হারানোর মতো আত্মবিশ্বাস আছে তার।
তিনি বলেন, 'আমরা এখন সত্যিই ভালো ক্রিকেট খেলছি। বারবারই এটা বলছি আমি। গত ২-৩ মাস ধরেই আমরা ভালো ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজে জিতলাম, এখানেও ভালো শুরু হলো। এই ভালো খেলাটা চালিয়ে যেতে হবে। যদি যথেষ্ট লম্বা সময় ধরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারি, যে কোনো দলকে হারিয়ে দেয়ার মতো ভালো দল আমরা।'
পাকিস্তানের অবশ্য এখনও বড় দুর্বলতা ব্যাটিং। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটার নেই দলটিতে। তবে তাদের শূন্যতাও পূরণ করতে পারছেন না কেউ। অধারাবাহিকতায় ভুগছেন শাহীবজাদা ফারহান। ধারাবাহিকভাবে রান করতে পারছেন না উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসও।
সালমান অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন, 'ব্যাটিংয়ে আমাদের আরো কাজ করার বাকি আছে। তবে বোলিং অসাধারণ হচ্ছে। স্পিনাররা আজকেও খুব ভালো বল করেছে। আমাদের তিনজন স্পিনার, সবাই আলাদা ধরনের। পাশাপাশি সাইমও নতুন ও পুরোনো বলে খুব ভালো করছে। সংযুক্ত আরব আমিরাতে সবসময়ই বেশি স্পিনারের প্রয়োজন হয়।'