১৩ ওভারের ম্যাচ জিতে সিরিজে এগিয়ে সাউথ আফ্রিকা

আন্তর্জাতিক
১৩ ওভারের ম্যাচ জিতে সিরিজে এগিয়ে সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বৃষ্টির হানা দেয়ার কারণে ম্যাচটি ৯ ওভারের করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেখানেও সম্পূর্ণ খেলা সম্ভব হয়নি। দুই দল মিলে খেলা হয় মাত্র ১৩ ওভারের কাছাকাছি। তবে ফলাফল নির্ধারণে সেটুকুই যথেষ্ট ছিল। সাউথ আফ্রিকা জয় তুলে নেয় ১৪ রানে, প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে যায় ১-০তে।

বুধবার কার্ডিফে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলার সূচি ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। খেলা নামিয়ে আনা হয় ৯ ওভারে।

ইংল্যান্ড টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের হয়ে দারুণ শুরু এনে দেন লুক উড। ইনজুরি ঝুঁকি মাথায় রেখে জফরা আর্চারকে না খেলিয়ে সুযোগ দেওয়া হয় উডকে, যিনি দ্রুত ফিরিয়ে দেন রায়ান রিকেলটন (০) ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে (২)।

প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত রান তোলেন এইডেন মার্করাম ও ডেওয়াল্ড ব্রেভিস। মার্করাম ১৪ বলে ২৮ ও ব্রেভিস ১০ বলে করেন ২৩ রান। পরে ট্রিস্টান স্টাবস করেন ৬ বলে ১৩ রান।

ইংল্যান্ডের ঘরোয়া ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্টে ভালো খেলা ডনোভান ফেরেইরা জাতীয় দলেও সেই ফর্ম ধরে রাখেন। তিন ছক্কায় ১১ বলে করেন ২৫ রান, ইনিংস শেষে অপরাজিত থাকেন তিনি। পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেন তিনি।

৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৫ উইকেটে ৯৭, তখন আবার নামে বৃষ্টি। ম্যাচ বন্ধ হয়ে যায়, আর ব্যাটিংয়ে নামা হয়নি প্রোটিয়াদের। এরপর ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৯ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড প্রথম বলেই হারায় ফিল সল্টকে, কাগিসো রাবাদা ফেরান তাকে। জস বাটলার ১১ বলে করেন ২৫ রান, কিন্তু অন্য ব্যাটারদের কাছ থেকে উল্লেখযোগ্য সহায়তা মেলেনি।

হ্যারি ব্রুক শূন্য রানে ফেরেন, জ্যাকব বেথেল করেন ৬ রান, টম ব্যান্টনের ব্যাটে আসে ৫ রান। শেষ দিকে স্যাম কারান ৩ বলে করেন ১০ রান। তবে ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড থামে ৫৪ রানে। সাউথ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন মার্কো জানসেন ও কর্বিন বশ।

আরো পড়ুন: ইংল্যান্ড