আরব আমিরাতের বিপক্ষে ২৭ বলেই জিতল ভারত

আন্তর্জাতিক
আরব আমিরাতের বিপক্ষে ২৭ বলেই জিতল ভারত
৭ রানে ৪ উইকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে গুঁড়িয়ে দিয়েছেন কুলদীপ যাদব
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতকে কিংবা পাকিস্তানকে হারিয়ে চমকে দিতে চেয়েছিলেন মুহাম্মদ ওয়াসিম। ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে শুরুটাও পেয়েছিলেন তেমন। তবে কুলদীপ যাদবের স্পিনে আচমকা গুঁড়িয়ে গেল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং অর্ডার। স্বাগতিকদের ৫৭ রানে আটকে দিতে শেষের দিকে মিডিয়াম পেস বোলিংয়ে টপাটপ উইকেট নিয়েছেন শিভাম দুবে। সহজ লক্ষ্য তাড়ায় অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটেই জয় পেয়ে যাচ্ছিল ভারত।

ঝড় তুলে অভিষেক আউট হওয়ায় গিলকে সঙ্গে নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেছেন সূর্যকুমার যাদব। মাত্র ২৭ বলেই জয় পেয়েছে তারা। টি-টোয়েন্টিতে বলের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। ২০২৪ সালে ১০১ বল বাকি থাকতে ওমানের বিপক্ষে জয় পেয়েছিল ইংল্যান্ড। সবচেয়ে কম বলে টি-টোয়েন্টি ম্যাচ শেষ হওয়ার রেকর্ডে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি রয়েছে চারে।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের জন্য মাত্র ৫৮ রান তাড়ায় হায়দার আলীর প্রথম বলেই লং অফের উপর দিয়ে ছক্কা মেরেছেন অভিষেক। পরের বলে চার মেরেছেন এক্সট্রা কভার দিয়ে। দ্বিতীয় ওভারে মোহাম্মাদ রোহিতকে চার-ছক্কা মেরে গিল এনেছেন ১৫ রান। প্রতি ওভারেই নিয়মিত চার-ছক্কা মেরে যাচ্ছিলেন ভারতের দুই ওপেনার। ধ্রুব পারাশারের ওভার থেকে এসেছে ১৩ রান।

যার ফলে প্রথম তিন ওভারেই ৩৮ রান তুলে ফেলে ভারত। তবে চতুর্থ ওভারে এসে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। জুনাইদ সিদ্দিকীর লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে টপ এজ হয়ে মিড অনে হায়দারকে ক্যাচ দিয়েছেন অভিষেক। ৩ ছক্কা ও ২ চারে ১৬ বলে ৩০ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। ব্যাটিংয়ে এসে অভিষেকের মতো প্রথম বলেই ছক্কা মেরেছেন সূর্যকুমার। মাত্র ৪.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু মিলে শুরুটা ভালোই করলেন। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৫ রান যোগ করেছিলেন তারা দুজন। চতুর্থ ওভারে তাদের দুজনের জুটি ভাঙেন জসপ্রিত বুমরাহ। ডানহাতি পেসারের ইয়র্কারে বোল্ড হয়েছেন ১৭ বলে ২২ রান করা আলিশান। পরের ওভারে মুহাম্মদ জোহাইবকে ফিরিয়েছেন বরুণ চক্রবর্তী।

প্রথম দুই উইকেট হারানোর পর রান তোলার গতি কমে সংযুক্ত আরব আমিরাতের। ইনিংসের নবম ওভারে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারকে গুঁড়িয়ে দেন কুলদীপ যাদব। ওই ওভারের প্রথম বলেই ফিরিয়েছেন রাহুল চোপড়াকে। শেষ বলে দুই বলে আউট করেছেন ওয়াসিম ও হার্শিত কৌশিককে। আরব আমিরাতের অধিনায়কের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান।

শেষের দিকের ব্যাটারদের কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সবাই আসা-যাওয়ার মিছিলে ছিলেন। ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অল আউট হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের হয়ে ২.১ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ। মিডিয়াম পেসার শিভাম দুবে ৪ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন বরুণ, বুমরাহ ও অক্ষর প্যাটেল।

আরো পড়ুন: কুলদীপ যাদব