২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন কারান। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হওয়া তারকা অলরাউন্ডার ওই বিশ্বকাপের পর সব ফরম্যাট মিলে ৪২ ম্যাচ খেলেছেন তিনি। তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ৮ ক্রিকেটার। ব্যাট হাতে ৬০১ রান করার পাশাপাশি ৩০ উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সের পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।
ইংল্যান্ডের হয়ে সবশেষ ২০২৪ সালের নভেম্বরে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন কারান। টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেড মিলে ২৪ ম্যাচে ১৫৪.২১ স্ট্রাইক রেটে ৬০৩ রান করেছেন। পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩৩ উইকেট। এমন পারফরম্যান্সের পরই ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পড়েছে তাঁর।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বাড়তি আরও এক সপ্তাহের বিশ্রাম পেলেন ডাকেট। সবশেষ ১২ মাসে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই টানা খেলায় হয়ত খানিকটা হাঁপিয়েও উঠেছেন বাঁহাতি এই ওপেনার। সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে ৩৩ বলে ১৪ রান করেছেন তিনি।
সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচ ৭ সেপ্টেম্বর সাউদাম্পটনে। ১০ সেপ্টেম্বর কার্ডিফে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড— হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডওসন, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, লুক উড