ম্যাচ জিতেও আইসিসির শাস্তির মুখে শ্রীলঙ্কার পুরো দল

শ্রীলঙ্কা দল
শেষ ওভারে দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। তবে তাদের এই আনন্দ খানিকটা মাটি করে দিয়েছে আইসিসি।

promotional_ad

স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কার পুরো দলকেই জরিমানা করা হয়েছে। আইসিসির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে লঙ্কানরা।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইলিয়ামস-টেইলর

১১ ঘন্টা আগে
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন শন উইলিয়ামস (বামে), ফাইল ফটো

এর ফলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানার বিধান রয়েছে।


promotional_ad

নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেই সঙ্গে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেয়া শাস্তিও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।


আরো পড়ুন

শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়

২৯ আগস্ট ২৫
উইকেট উদযাপনে মাদুশঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ২৯৮ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। অবশ্য শেষ পর্যন্ত লড়াই জমিয়ে দিয়ে ২৯১ রান করে তারা।


ফলে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় লঙ্কানরা। শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০ রান। সেই ওভারের প্রথম তিন বলেই সিকান্দার রাজার উইকেটসহ ৩ উইকেট তুলে নেন মাদুশঙ্কা। ফলে শ্রীলঙ্কার অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পান তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball