ম্যাচ জিতেও আইসিসির শাস্তির মুখে শ্রীলঙ্কার পুরো দল

ছবি: শ্রীলঙ্কা দল

স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কার পুরো দলকেই জরিমানা করা হয়েছে। আইসিসির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে লঙ্কানরা।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইলিয়ামস-টেইলর
১১ ঘন্টা আগে
এর ফলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেই সঙ্গে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেয়া শাস্তিও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার নাটকীয় জয়
২৯ আগস্ট ২৫
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ২৯৮ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। অবশ্য শেষ পর্যন্ত লড়াই জমিয়ে দিয়ে ২৯১ রান করে তারা।
ফলে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় লঙ্কানরা। শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০ রান। সেই ওভারের প্রথম তিন বলেই সিকান্দার রাজার উইকেটসহ ৩ উইকেট তুলে নেন মাদুশঙ্কা। ফলে শ্রীলঙ্কার অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পান তিনি।