৪৫০ কোটি রুপির স্পন্সর খুঁজছে বিসিসিআই

আন্তর্জাতিক
৪৫০ কোটি রুপির স্পন্সর খুঁজছে বিসিসিআই
৪৫০ কোটি রুপির স্পন্সর খুঁজছে বিসিসিআই, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবে ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর স্পন্সরশিপ নিয়ে নতুন পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর চুক্তি শেষ হওয়ার আগেই স্পন্সরশিপ বাতিল করে ড্রিম ইলেভেন। ফলে এবারের এশিয়া কাপ শুরুর আগেই নতুন স্পন্সর খুঁজে পাওয়া এবং জার্সি প্রিন্ট করানো বিসিসিআইয়ের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ড্রিম ইলেভেন বিসিসিআইয়ের সঙ্গে তিন বছরের একটি চুক্তি করেছিল, যার মূল্য ছিল ৩৫৮ কোটি রুপি। তবে চুক্তির দুই বছর না যেতেই সেটি বাতিল করা হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় দলকে বিভিন্ন সিরিজে স্পন্সর করত সংস্থাটি।

এখন ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত সময়ের জন্য নতুন স্পন্সর খুঁজছে বিসিসিআই। ভারতের গণমাধ্যম এনডিটিভি'র সূত্র অনুযায়ী, এই সময়কালের ১৪০টি ম্যাচের জন্য স্পন্সরশিপ চুক্তির মূল্য ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি।

এই চুক্তির আওতায় থাকবে ঘরোয়া ও বিদেশের দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়োজিত মাল্টি-টিম টুর্নামেন্টগুলো। ফলে আগে থেকে তুলনামূলকভাবে বড় একটি চুক্তি আশা করছে বোর্ড।

বিসিসিআই ম্যাচপ্রতি ৩.৫ কোটি রুপি (দ্বিপাক্ষিক সিরিজ) এবং ১.৫ কোটি রুপি (আইসিসি ও এসিসি ম্যাচ) মূল্য নির্ধারণ করেছে, যা ড্রিম ইলেভেন থেকে বেশি হলেও আগের স্পন্সর বাইজুসের তুলনায় কম।

এশিয়া কাপের আগে নতুন স্পন্সর নিশ্চিত করতে চাইলেও সময় স্বল্পতার কারণে সামান্য দেরি হতে পারে। তবে বোর্ড আশাবাদী, ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপ শুরুর আগেই নতুন স্পন্সর নিশ্চিত করা যাবে।

আরো পড়ুন: ভারত