 
        ৪৫০ কোটি রুপির স্পন্সর খুঁজছে বিসিসিআই
জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবে ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর স্পন্সরশিপ নিয়ে নতুন পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর চুক্তি শেষ হওয়ার আগেই স্পন্সরশিপ বাতিল করে ড্রিম ইলেভেন। ফলে এবারের এশিয়া কাপ শুরুর আগেই নতুন স্পন্সর খুঁজে পাওয়া এবং জার্সি প্রিন্ট করানো বিসিসিআইয়ের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।