স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লার্ক

ছবি: মাইকেল ক্লার্ক, ফাইল ফটো

বিগত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কিন ক্যান্সার নিয়ে নতুন নতুন তথ্য জানিয়ে আসছেন ক্লার্ক। কয়েক দফা অস্ত্রোপচার এবং নিয়মিত চেকআপের কথা তিনি আগেও জানিয়েছেন।
'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী
১৮ ফেব্রুয়ারি ২৫
আজ ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্লার্ক লেখেন, 'ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন।'

ওই একই পোস্টে ক্লার্ক আরো লেখেন, 'প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।'
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন
১৩ ঘন্টা আগে
এর আগে ২০১৯ সালে কপাল থেকে স্কিন ক্যান্সারের অংশ অপসারণ করতে হয়েছিল ক্লার্ককে। তখন এক পোস্টে তিনি তরুণদের উদ্দেশে লেখেন, 'আরেকটি দিন, আরেকটি স্কিন ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হলো…ঘরের বাইরে যাওয়া তরুণদের বলব– তোমরা রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করো।'
অজি সংবাদমাধ্যম ‘৭নিউজ’ জানিয়েছে, ক্লার্কের ক্যান্সারের সম্ভাব্য কারণ হচ্ছে দীর্ঘ সময় সূর্যের নিচে কাটানো। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১৫টি টেস্ট এবং ২৪৫টি ওয়ানডে খেলেছেন।