‘এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ হবে না’

বিরাট কোহলির সঙ্গে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা নির্ধারিত থাকলেও এখনো তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সাবেক ক্রিকেটারদের বক্তব্যে ম্যাচটি ঘিরে সংশয় বাড়ছে।

promotional_ad

সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। টুর্নামেন্টটি অসমাপ্ত রেখেই ভারত চ্যাম্পিয়নস দল চলে আসে।


আরো পড়ুন

ভারতের বিশ্বকাপ দলে নেই শেফালি, ফিরলেন রেনুকা

৩২ মিনিট আগে
ফাইল ছবি

গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিবাদে সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেননি। সেই ঘটনার ধারাবাহিকতায় আসন্ন এশিয়া কাপেও ম্যাচ বয়কটের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।


promotional_ad

ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব এ নিয়ে বলেন, ‘আমার মনে হয় না ভারতের এই ম্যাচ খেলা উচিত। আমার বিশ্বাস তারা খেলবে না। পাকিস্তানের বিপক্ষে ভারত যেখানেই খেলুক, জিতবেই। কিন্তু এই ম্যাচটা একেবারেই হওয়া উচিত নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি ম্যাচটা হবে না।’


আরো পড়ুন

‘এ’ ক্যাটাগরিতে কাউকে না রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ পাকিস্তানের

৫ ঘন্টা আগে
পাকিস্তান দল, ফাইল ফটো

এই প্রসঙ্গে হরভজন সিংয়ের মতও প্রায় একই। সম্প্রতি সাবেক এই স্পিনার বলেন, ‘যত দিন দুই দেশের মধ্যে বিবাদের সুরাহা না হবে, আমাদের ক্রিকেট খেলা উচিত নয়। এটা আমার মতামত। একটি জাতির তুলনায় ক্রিকেট খুব ছোটো বিষয়।’


তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মতে, বিষয়টি পুরোপুরি সরকারের অনুমতির ওপর নির্ভরশীল। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সব সময়ই সরকারের অনুমোদনের ওপর নির্ভর করে। সরকার যদি অনুমতি দেয়, ম্যাচটা হবে। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি। তবে সরকার যদি অনুমতি দেয়, তাহলে খেলা চালিয়ে যাওয়া উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball