‘এ’ ক্যাটাগরিতে কাউকে না রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ পাকিস্তানের

পাকিস্তান দল, ফাইল ফটো
২০২৫–২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জন পুরুষ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন এই চুক্তির মেয়াদ ১ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

promotional_ad

গতবার যেখানে ২৭ জন ক্রিকেটার চুক্তিতে ছিলেন, এবার সেখানে ৩০ জনে উন্নীত করা হয়েছে। নতুন করে সংযুক্ত হয়েছেন ১২ জন ক্রিকেটার। অন্যদিকে আটজন ক্রিকেটার এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।


আরো পড়ুন

‘এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ হবে না’

৪ ঘন্টা আগে
বিরাট কোহলির সঙ্গে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

এবারের চুক্তিতে কোনো খেলোয়াড়কেই ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়নি। ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে ১০ জন করে খেলোয়াড় রাখা হয়েছে।


পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 'জাতীয় প্রতিভাকে স্বীকৃতি ও সহায়তা দেয়ার জন্য এই কেন্দ্রীয় চুক্তির তালিকা বোর্ডের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। নতুন মুখদের অন্তর্ভুক্তি এবং পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতি বোর্ডের ভবিষ্যৎ-কেন্দ্রিক কৌশলের অংশ।'


চলতি মৌসুমে যেসব ক্রিকেটার নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে সংযুক্ত হয়েছেন তারা হলেন আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নেয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা এবং সুফিয়ান মকিম।


promotional_ad



আরো পড়ুন

‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বে’র অভিযোগে সাবেকদের টুর্নামেন্ট খেলবে না পাকিস্তান

৩ আগস্ট ২৫
‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বর’ অভিযোগে সাবেকদের টুর্নামেন্ট খেলবে না পাকিস্তান, ফাইল ফটো

গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচজন খেলোয়াড়কে ‘সি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘বি’ ক্যাটাগরিতে তোলা হয়েছে। এরা হলেন আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা এবং শাদাব খান।


এছাড়া শাহীন শাহ আফ্রিদিসহ নয়জন খেলোয়াড় আগের ক্যাটাগরিতেই জায়গা ধরে রেখেছেন। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া আটজন ক্রিকেটার হলেন আমির জামাল, হাসিবউল্লাহ, কামরান ঘুলাম, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, ইরফান খান এবং উসমান খান।


চলতি মৌসুমের কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকা:


বি ক্যাটাগরি: আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান এবং শাহীন শাহ আফ্রিদি।


সি ক্যাটাগরি: আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান এবং সাউদ শাকিল।


ডি ক্যাটাগরি: আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ এবং সুফিয়ান মকিম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball