‘অন্যরা বাদ দিলেও, আমি তো আছি’, বরুণকে বলেছিলেন গম্ভীর

বরুণ চক্রবর্তী এবং গৌতম গম্ভীর (বাম থেকে), ফাইল ফটো
জাতীয় দলে শুরুর দিকটা খুব একটা ভালো ছিল না বরুণ চক্রবর্তীর। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরই দল থেকে বাদ পড়েছিলেন এই লেগ স্পিনার। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে কাটে তার।

promotional_ad

তবে থেমে থাকেননি বরুণ। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সে ফের জায়গা করে নেন জাতীয় দলে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে কঠিন সময়ে গৌতম গম্ভীরের পাশে থাকার বিষয়টি তুলে ধরেন তিনি।


আরো পড়ুন

তিন ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে ভারত

১৮ আগস্ট ২৫
গৌতম গম্ভীর, অজিত আগারকার এবং শুভমান গিল (বাম থেকে), ফাইল ফটো

বরুণ বলেন, 'গৌতি ভাই (গৌতম গম্ভীর) আমার ফিরে আসায় অনেক সাহায্য করেছেন। বিশেষ করে যেভাবে উনি আমাকে অনুপ্রাণিত করেছেন। আমাদের কথা কম হলেও, উনি সবসময় আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি বলতেন, ‘তোমাকে অন্যরা বাদ দিলেও, আমি তো আছি।’ এই কথাগুলো আমার ভেতরে আলাদা আত্মবিশ্বাস এনে দেয়।'


promotional_ad

তিনি আরও বলেন, 'গৌতি ভাইকে যদি একজন মেন্টর হিসেবে বলি, তাহলে বলব উনি ড্রেসিংরুমে একটা ‘যোদ্ধার মানসিকতা’ নিয়ে আসেন। কেকেআর বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা আমাদের দলের জন্য ভালো কাজ করেছে।'


আরো পড়ুন

আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

৮ মে ২৫
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল

২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফেরেন বরুণ। এরপর থেকেই বল হাতে বেশ ধারাবাহিক তিনি। এখন পর্যন্ত ১২ ইনিংসে ৩১ উইকেট নিয়েছেন ১১.২৫ গড় এবং ৭.৫৮ ইকোনমি রেটে। চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাত্র তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।


নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বেরও প্রশংসা করেন বরুণ। তার ভাষায়, 'তুমি তোমার সেরাটা দাও, তারপর জয়-পরাজয় যাই হোক না কেন সেটা বড় কথা না। সূর্য অনেকটাই রোহিত শর্মার মতো ট্যাকটিকালি খুব ভালো এবং কখনও বোলারদের ওপর চাপ দেয় না। ওর মতো অধিনায়ক থাকলে বোলারদের কাজ করতে সুবিধা হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball