অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাবাদার

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাবাদার
কাগিসো রাবাদা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে সাউথ আফ্রিকা। চোটের কারণে তিন ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা।

ডান পায়ের গোড়ালিতে চিড় ধরা পড়েছে ডানহাতি এই পেসারের। সোমবার করা স্ক্যানে চোটের এই বিষয়টি নিশ্চিত হয়। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নসে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দেখা যাবে না তাকে।

এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা বলেছে, 'ডান পায়ের গোড়ালির প্রদাহের কারণে প্রোটিয়াদের পেসার কাগিসো রাবাদা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। ৩০ বছর বয়সী এই বোলার সোমবার স্ক্যানে নিজের চোটের ব্যাপারে নিশ্চিত হন।'

'তিনি অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন এবং প্রোটিয়াদের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন।'

এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ১৯ আগস্ট, ভেন্যু কেয়ার্নসের কাজালি স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে সাউথ আফ্রিকা। এবার ওয়ানডেতে প্রতিশোধ নেয়ার অপেক্ষায় আছে প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, ম্যাথিউ ব্রিজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, কুয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, কেশভ মহারাজ, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস এবং প্রেনেলান সুব্রায়েন।

আরো পড়ুন: কাগিসো রাবাদা