ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করল বিসিসিআই

ছবি: আহত হয়ে মাঠ ছাড়ছেন ঋষভ পান্ত, ফাইল ফটো

এই বদলি নিয়ম প্রযোজ্য হবে বিসিসিআইয়ের আওতাধীন একাধিক দিনের ম্যাচের টুর্নামেন্টগুলোতে। চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া দুলিপ ট্রফিতেই প্রথমবারের মতো দেখা যাবে এই নিয়মের বাস্তব প্রয়োগ। একইভাবে, দেশের মূল প্রথম শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতেও নিয়মটি কার্যকর থাকবে।
প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের
২৫ জুলাই ২৫
তবে এই বদলি শুধু গুরুতর বহিঃস্থ চোটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। হ্যামস্ট্রিং, ক্র্যাম্প, স্ট্রেইন জাতীয় ইনজুরিতে বদলির সুযোগ থাকবে না। চিড় ধরা, বড় ধরনের কাটা বা ধাক্কা লাগার মতো ইনজুরিকে বিবেচনায় নেয়া হবে ‘সিরিয়াস ইনজুরি’ হিসেবে।

বদলি খেলোয়াড় মাঠে নামানোর আগে দলের চিকিৎসককে চোটাক্রান্ত খেলোয়াড়ের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এবং ম্যাচ রেফারির অনুমোদন নিতে হবে। বদলির ক্ষেত্রে অবশ্যই ‘লাইক-ফর-লাইক’ পদ্ধতি অনুসরণ করতে হবে। ব্যাটারের বদলে ব্যাটার, বোলারের বদলে বোলার- এভাবেই নামাতে হবে। স্কোয়াডের মধ্য থেকেই এমন বদলি নেয়া যাবে।
বুমরাহর এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা
২ আগস্ট ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে ম্যাচ চলাকালীন বদলির অনুমতি আছে শুধু কনকাশন বা কোভিড সংক্রমণের ক্ষেত্রে। তবে গুরুতর ইনজুরি নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে সাম্প্রতিক ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে ঋষভ পান্ত ও ক্রিস ওকসের ঘটনাকে কেন্দ্র করে।
ওই সিরিজে গুরুতর চোটের পরও মাঠে নেমেছিলেন পান্ত ও ওকস, যা নিয়ে ক্রিকেট মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতীয় কোচ গৌতম গম্ভীর এই নিয়ম চালুর পক্ষে মত দিলেও, ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ছিলেন এর বিপক্ষে। আইসিসি অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, সদস্য দেশগুলো চাইলে ঘরোয়া ক্রিকেটে এমন নিয়ম চালু করতে পারে।