‘বিচক্ষণ’ কোহলি-রোহিতকে ২০২৭ বিশ্বকাপে চান রায়না

বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফাইল ফটো
টেস্ট ও টি-টোয়েন্টির আন্তর্জাতিক অধ্যায় ইতোমধ্যেই শেষ করে ফেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখন তাদের আন্তর্জাতিক পরিচিতি কেবল ওয়ানডে ক্রিকেটেই সীমিত। তবে সেই অধ্যায় আর কতদিন চলবে, তা নিয়ে চলছে জল্পনা। অনেকের মতে, ৫০ ওভারের ফরম্যাট থেকেও বিদায় নিতে পারেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

promotional_ad

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। এরপর চলতি বছরের মে মাসে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান তারা।


আরো পড়ুন

‘আপনাদের এই ক্ষতি আমাদের গল্পের অংশ’, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কোহলি

৩ সেপ্টেম্বর ২৫
বিরাট কোহলি, ফাইল ফটো

তবে ওয়ানডে দলে এখনো আছেন দুজনই। রোহিত শর্মা তো এখনও দলের অধিনায়ক। তবে ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে তরুণদের নিয়ে দল গড়ার পরিকল্পনায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ওই সময় রোহিতের বয়স হবে ৪০ এর বেশি, কোহলির বয়স থাকবে ৩৯।


promotional_ad

এই প্রেক্ষাপটে অনেকেই তাদের অবসরের পক্ষেই মত দিচ্ছেন। তবে সুরেশ রায়নার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি বলেন, 'বিরাট কোহলি ও রোহিত শর্মার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের সম্পৃক্ততা জরুরি। শুভমান গিল এখন ভালো করছে। তবে তার পাশে কোহলি-রোহিতের মতো ক্রিকেটারদের প্রয়োজন আছে।'


আরো পড়ুন

তাক লাগানো পারফরম্যান্সে ব্রোঙ্কো টেস্ট উতরে গেলেন রোহিত

১ সেপ্টেম্বর ২৫
ব্রোঙ্কো টেস্ট ভালোভাবেই উতরে গেছেন রোহিত শর্মা, ফাইল ফটো

রায়না আরো বলেন, 'কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তারা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে। বিরাট তো গত আইপিএলও জিতেছে। ক্যারিয়ারজুড়ে যে বিচক্ষণ নেতৃত্বের ছাপ তারা রেখেছে, সেজন্যও ড্রেসিং রুমে তাদেরকে প্রয়োজন।'


তরুণদের মাঝে অভিজ্ঞদের ধরে রাখার গুরুত্বের পাশাপাশি রায়না আলাদা করে প্রশংসা করেছেন পেসার মোহাম্মদ সিরাজের। ইংল্যান্ড সফরে দারুণ বোলিং করা সিরাজকে তিনি চান সব ফরম্যাটেই।


রায়নার ভাষায়, 'সিরাজ যেভাবে সাদা বলে ও লাল বলে পারফর্ম করেছে, তিন সংস্করণেই ভারতীয় দলের অংশ হওয়া উচিত তার। ইংল্যান্ডে এক সিরিজে ১৮৭ ওভার বোলিং করেছে, কিন্তু ছোটখাটো কোনো চোটেও পড়েনি সে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball