আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে চান না ইমাদ

পাকিস্তান ক্রিকেট
ইমাদ ওয়াসিম
ইমাদ ওয়াসিম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছিলেন ইমাদ ওয়াসিম। এই বিশ্ব আসরের ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার। এরপর খেলেছেন সাবেকদের টুর্নামেন্ট লিজেন্ডস লিগেও।

অনেকেই মনে করেন একটু আগেভাগেই অবসর নিয়ে নিয়েছেন ইমাদ। পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর অনেকেই ইমাদকে ফেরানোর দাবিও তুলেছেন। তবে পাকিস্তানের এই অলরাউন্ডার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরার ইচ্ছে নেই তার।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমাদ বলেন, 'আমি শেষ করে ফেলেছি (আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার)। আমি শুধু আমার ক্রিকেট উপভোগ করতে চাই। সত্যি বলতে আমি এখন উপভোগ করছি।'

আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও নিয়মিত পাকিস্তান সুপার লিগে খেলছেন ইমাদ। সর্বশেষ পিএসএলে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। ইকোনোমি ছিল মাত্র ৭.১২।

পিএসএলে খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে ইমাদ বলেন, 'পিএসএলে আপনারা দেখেছেন, অনেক উদযাপন করেছি, আমি শুধু ভালোবাসছি এটা। জীবনের ও ক্যারিয়ারের সেই অংশটাকে আমি তিন, চার, পাঁচ বছর উপভোগ করতে চাই।'

ইমাদ এর আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পাকিস্তান সুপার লিগে আলো ছড়িয়ে বিশ্বকাপ দলে সুযোগ পান। মূলত নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই সেবার এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বাদ পড়তেও সেবার বেশি সময় লাগেনি।