ব্রেভিসের রেকর্ডগড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল সাউথ আফ্রিকা

ছবি: সাউথ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ডেওয়াল্ড ব্রেভিসের সেঞ্চুরি

ডারউইনে জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্করামের শর্ট ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে পুল করার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন প্রিটোরিয়াসের হাতে। তিনে নামা ক্যামেরন গ্রিন ফিরেছেন চতুর্থ ওভারে। মাফাকার শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেণ ৯ রানে। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি মার্শ। ডানহাতি ওপেনার ফিরেছেন পাওয়ার প্লে শেষেই।
ব্রেভিসকে আরও সময় দেয়ার পক্ষে বাভুমা
২৪ আগস্ট ২৫
বশের ফুলার লেংথ ডেলিভারিতে লেগ সাইডে খেলতে গিয়ে ট্রিস্টিয়ান স্টাবসকে ক্যাচ দিয়েছেন ১৩ বলে ২২ রান করে। ডেভিড ও ম্যাক্সওয়েল মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও জুটি বড় হয়নি। বড় রানের লক্ষ্য তাড়ায় আক্রমণাত্ব ব্যাটিং করতে থাকেন তারা দুজন। প্রথম টি-টোয়েন্টির মতো ডেভিড হাফ সেঞ্চুরি পেয়েছেন দ্বিতীয় ম্যাচেও। ঝড়ো ব্যাটিংয়ে ২৩ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। তবে হাফ সেঞ্চুরির পর আর টিকতে পারেননি।
রাবাদার অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে খেলতে গিয়ে রাসি ভ্যান ডার ডাসেনের হাতে ক্যাচ দিয়েছেন সমান চারটি করে ছক্কা ও চারে ২৪ বলে ৫০ রানের ইনিংস খেলে। ম্যাক্সওয়েল ব্যর্থ হয়েছেন প্রথম টি-টোয়েন্টির মতো। ১০ বলে ১৬ রান করে মাফাকাকে উইকেট দিয়েছেন তিনি। বিগ ব্যাশে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া মিচেল ওয়েন আরও একবার জ্বলে উঠতে পারেননি।

ইংল্যান্ডের মাঠে মহারাজের রাজত্ব, জিতল সাউথ আফ্রিকা
৩ সেপ্টেম্বর ২৫
১৩ বলে ৮ রান করে আউট হয়েছেন তিনি। শেষের দিকে অ্যালেক্স ক্যারির ১৮ বলে ২৬ ও বেন ডোয়ারশিসের ১২ রানে কেবল হারের ব্যবধান কমেছে। সাউথ আফ্রিকার পেসারদের সামনে দাঁড়াতে না পেরে ১৬৫ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। বল হাতে সফরকারীদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মাফাকা ও বশ। একটি করে উইকেট পেয়েছেন রাবাদা, মার্করাম, লুঙ্গি এনগিদি ও নাকাবা পিটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দিলেও ১৪ রানে ফিরতে হয়েছে রিকেলটনকে। পাওয়ার প্লে শেষের আগে ফিরেছেন অধিনায়ক মার্করামও। অফ স্পিনার ম্যাক্সওয়েলের বলে ফেরার আগে ১৩ বলে ১৮ রান করেছেন তিনি। তিনে নামা প্রিটোরিয়াসও ১০ রানের বেশি করতে পারেননি। তবে চারে নেমে সাউথ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ব্রেভিস। দুর্দান্ত এক জুটি গড়েন স্টাবসের সঙ্গে। যদিও জুটির বেশিরভাগ রানই এসেছে ব্রেভিসের ব্যাট থেকে।
ঝড়ো ব্যাটিংয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। একটু পর ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন তিনি। সাউথ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েন ব্রেভিস। ২২ বছর ১০৫ দিনে প্রোটিয়াদের হয়ে সেঞ্চুরি করলেন, নিজের নবম ম্যাচে। আগের রেকর্ডটি ছিল রিচার্ড লেভির। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিনে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেটিকেই ছাড়িয়ে গেছেন ব্রেভিস।
এ ছাড়া ফাফ ডু প্লেসিকেও ছাড়িয়ে গেছেন তরুণ এই ব্যাটার। ডু প্লেসির ১১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে সাউথ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি এখন ব্রেভিসের দখলে। তিনি ১২৫ রানে অপরাজিত থাকলেও অন্যপ্রান্তে থাকা স্টাবস আউট হয়েছেন ২২ বলে ৩১ রান করে। শেষ পর্যন্ত ২১৮ রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ডোয়ারশিস ও ম্যাক্সওয়েল।