স্টোকস-মুল্ডারকে টপকে মাসসেরা হয়ে গিলের রেকর্ড

আন্তর্জাতিক
স্টোকস-মুল্ডারকে টপকে মাসসেরা হয়ে গিলের রেকর্ড
শুভমান গিল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে একের পর এক রেকর্ড গড়েছেন শুভমান গিল। মাস জুড়ে রান বন্যা বইয়ে দিয়ে মাসসেরার স্বীকৃতি পেয়েছেন ভারতের এই টেস্ট অধিনায়ক। এর মধ্যে দিয়ে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার তিনি প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার কীর্তি গড়েছেন।

নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরার পুরষ্কার জিতেছেন ইংল্যান্ডের সোফি ডাঙ্কলি। এদিকে গিলের সঙ্গে মাসসেরার পুরষ্কারের লড়াইয়ে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও সাউথ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এই দুজনকে টপকেই মাসসেরার পুরষ্কার জিতেছেন গিল।

আর ডাঙ্কলি পেছনে ফেলেছেন স্বদেশি সোফি এক্লেস্টোন ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইসকে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে গিল রেকর্ড ৭৫৪ রান করেছেন। ব্যাট হাতে ৯৪.৫০ গড়ে রান করেছেন তিনি। এর মধ্যে গত মাসে গিলের ব্যাট থেকে এসেছে ৫৬৭ রান।

ওভালে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ৬ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ২-২ ড্র করেছে ভারত। এদিকে ডাঙ্কলি মাসসেরা হয়েছেন ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দারুণ পারফরম্যান্স করে। সিরিজের ৭ ম্যাচেই খেলেছেন এই ইংলিশ ক্রিকেটার।

ভারতের বিপক্ষে চার টি-টোয়েন্টিতে ১৩৪.৫৭ স্ট্রাইক রেটে ১৪৪ রান এসেছে টপ অর্ডার এই ব্যাটারের ব্যাট থেকে। আর ৩ ওয়ানডেতে করেছেন ১২৬ রান। অবশ্য টি-টোয়েন্টি ও ওয়ানডে কোনো সিরিজই জিততে পারেনি ইংল্যান্ড। ফল মাসসেরার পুরষ্কার জিতলেও কিছুটা আক্ষেপ থেকেই যাবে ডাঙ্কলির।

আরো পড়ুন: শুভমান গিল