৬ বছর পর পাকিস্তানকে হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ

শেরফান রাদারফোর্ডের আরেকটি বাউন্ডারি, ফাইল ফটো
ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩৫ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান, যা ১০ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।

promotional_ad

পাকিস্তান টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো খেললেও মাঝপথে ছন্দ হারায়। ৩৭ ওভারে ১৭১ রানে অলআউট হয় তারা। ইনিংসের শেষ দিকে হাসান নাওয়াজ ও শাহীন শাহ আফ্রিদির ব্যাটে কিছুটা গতি পায় স্কোরবোর্ড।


আরো পড়ুন

‘বাবর-রিজওয়ানরা বিজ্ঞাপনই করুক, ওরা কোচদের কথা শোনে না’

১৪ আগস্ট ২৫
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

সাইম আইয়ুব ২৩ আর আব্দুল্লাহ শফিক ২৬ করলেও ছিলেন ধীরগতির। বাবর আজম শুন্য রানে বোল্ড হন, রিজওয়ান ৩৮ বলে করেন মাত্র ১৬ রান। পুরো ইনিংস জুড়েই ছিল ধীরগতি এবং উইকেট হারানোর গল্প।


ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস দারুণ বোলিং করেন, নেন তিন উইকেট। অভিষেক ম্যাচে বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসও পান একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুতে চাপে পড়ে।


promotional_ad



আরো পড়ুন

বুমরাহ এই যুগের মহাতারকা: ওয়াসিম আকরাম

১৬ ঘন্টা আগে
জসপ্রিত বুমরাহ ও ওয়াসিম আকরাম

ওপেনার ব্র্যান্ডন কিং (১) ও এভিন লুইস (৭) ফেরেন দ্রুত। কার্টি খেলেন ৪২ বলে ১৬ রানের ধীর ইনিংস। তবে রান তোলার গতি আনেন শেই হোপ (৩২) ও শেরফান রাদারফোর্ড (৪৫)।


এই দুজনের ৫৪ রানের জুটিতেই ম্যাচে ভারসাম্য ফেরায় স্বাগতিকরা। শেষ দিকে রস্টন চেইজ ও জাস্টিন গ্রেভস মিলে নিশ্চিত করেন জয়। দুজনে গড়েন ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি।


চেইজ ৪৭ বলে অপরাজিত ৪৯ এবং গ্রেভস ৩১ বলে অপরাজিত ২৬ রান করেন। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে মঙ্গলবার, একই ভেন্যুতে।


২০১৯ সালের পর এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball