গিলের ‘ব্যবহৃত’ জার্সির দাম ৭ লাখ টাকা

ছবি: সেঞ্চুরির পর শুভমান গিল, ফাইল ফটো

লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ভারত ২২ রানে হেরে যায়। তবে ম্যাচ শেষে খেলোয়াড়দের পরিধেয় নানা সামগ্রী দান করা হয় চ্যারিটির জন্য, যার মধ্যে গিলের জার্সিটি সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়। ম্যাচে পরা সেই জার্সিটি ধোয়া হয়নি। এ ছাড়া দাগযুক্তও ছিল সেই জার্সি।
আইসিসির মাসসেরার লড়াইয়ে গিল-স্টোকস
৬ আগস্ট ২৫
বাডস অকশন হাউসের বর্ণনায় উল্লেখ করা হয়, 'এই বিশেষ এডিশন জার্সিটি, যা রুথ স্ট্রস ফাউন্ডেশনের জন্য আনা হয়েছে, এতে ভারতীয় টেস্ট দলের অফিসিয়াল ক্রেস্ট রয়েছে এবং এটি ম্যাচ ব্যবহৃত, দাগযুক্ত ও অপরিষ্কৃত। গিল তার সুনিপুণ শট খেলার সামর্থ্য ও শান্ত স্বভাবের জন্য পরিচিত এবং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন।'

নিলামে গিলের জার্সির পাশাপাশি আরও কয়েকজন তারকা ক্রিকেটারের ম্যাচ-পরিহিত জার্সিও উল্লেখযোগ্য দামে বিক্রি হয়েছে। ইংল্যান্ডের জো রুটের জার্সি বিক্রি হয় তিন হাজার ৮০০ পাউন্ডে, আর বেন স্টোকস ও ঋষভ পান্তের জার্সি বিক্রি হয় তিন হাজার ৪০০ পাউন্ড করে।
‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার
৩ ঘন্টা আগে
ভারতের লোকেশ রাহুলের জার্সি বিক্রি হয় চার হাজার পাউন্ডে। এ ছাড়া জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার জার্সি বিক্রি হয় চার হাজার ২০০ পাউন্ডে, যা ছিল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া স্মারক।
এ ছাড়া বুমরাহ ম্যাচ শেষে তাঁর পাঁচ উইকেট নেয়ার স্মরণে নিজের ম্যাচ জুতা দান করেছেন লর্ডসের এমসিসি মিউজিয়ামে। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজটি ছিল অধিনায়ক হিসেবে গিলের প্রথম সিরিজ। পাঁচ ম্যাচে তিনি ৭৪০ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন।