‘তোমরাই তো চেয়েছিলে টেস্ট ক্রিকেট চার দিনে নামিয়ে আনতে’

হার্শেল গিবস ও জয় শাহ
ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চারদিনের টেস্টের অনুমোদন দেয়ার পরিকল্পনা করছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭-২৯ চক্রে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছিল প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

promotional_ad

অনেক সাবেক ক্রিকেটাররাই আইসিসির এমন সিদ্ধান্তে দ্বিমত জানিয়েছেন। ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শেষে সেই সিদ্ধান্ত নিয়ে আরও কানাঘুষা শুরু হয়েছে। সাউথ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস রীতিমতো আইসিসি চেয়ারম্যান জয় শাহকে কটাক্ষ করেছেন।


আরো পড়ুন

আইসিসির নতুন প্রধান নির্বাহী জিওস্টারের সানযোগ গুপ্তা

৭ জুলাই ২৫
ফাইল ছবি

ওভালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ৬ রানে হারিয়ে দেয়ার পর আইসিসি সভাপতি নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, 'আজ বিশ্ব যা দেখল, তা ছিল টেস্ট ক্রিকেটের নিখাদ জাদু। দ্য ওভাল উপহার দিয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক লড়াই। এই মাস্টারপিসের জন্য ভারত ও ইংল্যান্ডকে স্যালুট।'


promotional_ad

তার এই পোস্ট শেয়ার করে গিবস লিখেছেন, 'তোমরাই তো চেয়েছিলে টেস্ট ক্রিকেট চার দিনে নামিয়ে আনতে।' এরপর দুটি হাসির ইমোজি দিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক এই ওপেনার। এর ফলে বোঝাই যাচ্ছে টেস্ট চারদিনে নামিয়ে আনা মোটেই পছন্দ হচ্ছে না তার।


চলতি বছরই ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে একটি চারদিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আইসিসি সেই পথ অনুসরণ করেই ছোট দলগুলোর জন্য চারদিনের ম্যাচ আয়োজনের নিয়ম চালু করতে চায়। তবে বড় দলগুলো—যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত—তাদের জন্য পাঁচদিনের ঐতিহ্যবাহী টেস্ট বহাল থাকবে।


আইসিসি সভাপতি জয় শাহও চারদিনের টেস্টের পক্ষে মত দিয়েছেন বলে জানা গিয়েছিল। তার মতে, ছোট দলগুলো যেন কম সময় ও কম খরচে বেশি টেস্ট ম্যাচ খেলতে পারে, এজন্য এই পরিবর্তন দরকার। অনেক সময়ই সময় ও বাজেটের সীমাবদ্ধতায় ছোট দলগুলো টেস্ট আয়োজন করতে পারে না। চারদিনের ম্যাচ আয়োজন করলে তিন সপ্তাহের মধ্যেই তিন ম্যাচের সিরিজ শেষ করা সম্ভব হবে।


২০১৭ সালেই প্রথমবার চারদিনের টেস্টের অনুমোদন দিয়েছিল আইসিসি। এরপর ইংল্যান্ড ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের সঙ্গে এবং ২০২৪ সালে জিম্বাবুয়ের সঙ্গে চারদিনের টেস্ট খেলেছে। চারদিনের ম্যাচে দিনে ৯৮ ওভার খেলার বাধ্যবাধকতা থাকবে, যেখানে পাঁচদিনের ম্যাচে প্রতিদিন ৯০ ওভার খেলা হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball