টেস্ট ক্রিকেট টিকবে কিনা—এটাই বড় জবাব: রাহুল

ছবি: ভারতীয় ক্রিকেটারদের উল্লাস

অনেকে ভারতের এই সিরিজ ড্রকে জয়ের সমান মর্যাদাও দিচ্ছেন। রাহুলও পিছিয়ে রাখছেন না এই সিরিজ ড্রকে। তিনি এই লড়াইকে ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য দারুণ অর্জন হিসেবে মানছেন। সামনে এই সিরিজটি ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তার।
তিন তারকাকে বাদ দিয়ে এশিয়া কাপ খেলবে ভারত
১৫ আগস্ট ২৫
ম্যাচ শেষে ব্রডকাস্টারদের রাহুল বলেছেন, 'এই সিরিজে আমাদের কোনো সুযোগ দেয়া হয়নি। তারপরও আমরা যেভাবে লড়েছি, প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ২-২ ফলাফল নিয়ে ফিরেছি—দেখতে ড্র মনে হতে পারে, কিন্তু আমাদের জন্য এবং ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য, এটা বড় এক অর্জন।'
এই সিরিজ দিয়েই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন শুভমান গিল। আর দীর্ঘদিন পর রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ছাড়াই টেস্ট সিরিজ খেলেছে ভারত। এই দলটি আরও অনেক কিছু জিতবে বলে আশাবাদী রাহুল। যারা টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, এই সিরিজ তাদের জন্য বড় প্রমাণ যে টেস্ট ক্রিকেট টিকবে কিনা।

এশিয়া কাপের স্কোয়াডে নিজের নাম দেখে অবাক রিঙ্কু
২ ঘন্টা আগে
এই বিষয়টি ব্যাখ্যা করে রাহুল বলেন, 'এখান থেকেই পরিবর্তনের শুরু এবং আমি মনে করি, ভারতীয় টেস্ট দল আরও অনেক কিছু জিতবে। ভবিষ্যতে বিদেশে আরও অনেক সিরিজ জিতবে। আমি অনেক দিন ক্রিকেট খেলেছি। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি, ভারতের বিশ্বকাপ জয়ও দেখেছি। বিশ্বকাপ জেতার সঙ্গে কিছুই তুলনীয় না, কিন্তু যখন সবাই প্রশ্ন তুলছিল টেস্ট ক্রিকেট টিকে থাকবে কিনা... এই সিরিজে দুই দল যে লড়াই করেছে, সেটিই এর জবাব।'
২৫ দিনের দীর্ঘ লড়াই শেষে ২-২ ড্র অনেকের কাছেই অস্বস্তির। তবে ভারতীয় দলের পারফরম্যান্সে দারুণ খুশি রাহুল। তিনি
রাহুল বলেন, 'এই অনুভূতি বোঝানো কঠিন। ২৫ দিন এখানে ছিলাম, প্রতিটি দিন লড়েছি। আমাদের শরীর, মন, আবেগ—সবকিছু দিয়ে দিয়েছি। এই সিরিজ আমাদের নিংড়ে নিয়েছে।'
রাহুল যোগ করেন, 'তবুও আজ এখানে দাঁড়িয়ে ২-২ ফলাফলে আমরা গর্বিত। হ্যাঁ, সিরিজ জিততে পারলে ভালো লাগত, কিন্তু তরুণ একটা দল হিসেবে এখানে এসে, নিজেদের প্রমাণ করা, বিশ্বকে দেখানো যে আমরা বিদেশে ম্যাচ জিততে পারি, সত্যিই আমাদের দলের মানসিকতা আর ভারতের টেস্ট ক্রিকেটের জন্য বড় এক বার্তা।'