ইংল্যান্ডের দরকার ৩২৪ রান, ভারতের ৯ উইকেট

আন্তর্জাতিক
ইংল্যান্ডের দরকার ৩২৪ রান, ভারতের ৯ উইকেট
১১৮ রানে থামেন ইয়াশভি জয়সাওয়াল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য ছুঁয়েছিল স্বাগতিকরা। এবার সিরিজের শেষ ম্যাচেও জয়ের জন্য বড় রান তাড়ার একই চ্যালেঞ্জের মুখে বেন স্টোকসের দল।

ওভালে ভারত দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান। তৃতীয় দিন শেষে এক উইকেটে ৫০ রান তুলেছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ৩৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ২৩ রানে পিছিয়ে ছিল ভারত।

চতুর্থ ইনিংসে ওভালে এত বড় রান তাড়া করে জয়ের কোনো নজির নেই। এই মাঠে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৬৩ রান, সেটিও হয়েছিল ১৯০২ সালে। ওই ম্যাচেও জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর গত ১২৩ বছরে ওভালে ২৫০ পেরিয়ে জয়ের ঘটনা ঘটেছে মাত্র একবার।

এই ম্যাচ জিতলে ইংল্যান্ড সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে এবং নিজেদের মাঠে ভারতের বিপক্ষে দাপুটে ফিনিশ পাবে। অন্যদিকে, ভারত যদি এই ম্যাচ জিতে, তাহলে সিরিজ ড্র হবে ২-২ ব্যবধানে। ফলে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় অবদান ওপেনার ইয়াশভি জয়সোয়ালের। ৫১ রান নিয়ে দিন শুরু করে তিনি দ্বিতীয় সেশনে পৌঁছান সেঞ্চুরিতে। এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি এবং ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ। নাইটওয়াচম্যান আকাশ দীপকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ১০৭ রান।

জেমি ওভারটনের বলে আকাশ দীপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেয়ার আগে ৯৪ বলে ৬৬ রানে আউট হন। এরপর মাঠে নামেন শুভমান গিল। দ্বিতীয় সেশনের প্রথম বলেই গাস আটকিনসনের বলে এলবিডব্লু হয়ে যান ১১ রানে। এ ইনিংসের মধ্য দিয়ে তিনি এক সিরিজে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া করেন। গাভাস্কারের ৭৭৪ রানের রেকর্ডের কাছাকাছি গিয়ে থামলেন ৭৫৪ রানে।

এরপর ৩২ বলে ১৭ রান করে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে করুন নায়ার ফিরলে আবারো বিপদে পড়ে ভারত। তারপর ৪৪ রানের জুটি গড়েন রবীন্দ্র জাদেজা এবং জয়সাওয়াল। জশ টাংয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেয়ার আগে ১৬৪ বলে ১১৮ রান করেন জয়সাওয়াল।

ইনিংসের শেষ দিকে ভারতের স্কোর এগিয়ে নেওয়ার কাজটা করেন ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। জুরেল লেগ বিফোর হয়ে ফিরে যান ৪৬ বলে ৩৪ রান করে। ভারতকে সাড়ে তিনশ পার করিয়ে ব্যক্তিগত ৫৩ রানে থামেন জাদেজা।

টাংয়ের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ৩৫৭ রানে নয় উইকেট থেকে দলকে চারশ'র কাছে নিয়ে যান ওয়াশিংটন সুন্দর। তার ব্যাটে আসে ৪৬ বলে ৫৩ রান।

আরো পড়ুন: ইংল্যান্ড