বুমরাহকে শুধু টেস্টে সীমাবদ্ধ রাখা হতাশাজনক হবে: ম্যাকগ্রা

ছবি: গ্লেন ম্যাকগ্রা ও জসপ্রিত বুমরাহ, বিসিসিআই

অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা মনে করেন, বুমরাহর অস্বাভাবিক বোলিং অ্যাকশন তার শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং তাই ফিট থাকতে হলে নিয়মিত বিরতিতে বিশ্রাম দরকার। তবে এই প্রাইম পেসারকে বিশ্রাম দিতে হলে ভারতের অন্য পেসারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি।
দ্রাবিড়ের খেলা সেরা দুই কঠিন বোলার ম্যাকগ্রা ও মুরালিধরন
২৩ আগস্ট ২৫
চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে গ্লেন ম্যাকগ্রা বলেন, 'আপনি চাইবেন আপনার সেরা বোলার যেন বল করে এবং সেও সবসময় বল করতে চাইবে। কিন্তু যদি সে শুধুই ছোট ছোট স্পেলে বল করে, তবে ব্যাটিং দল জানে তিন-চার ওভার টিকলেই ঝুঁকি কমে যাবে। তাই অন্য বোলারদের ভূমিকা এখানে অনেক গুরুত্বপূর্ণ।'

এর প্রেক্ষিতে ব্যাখ্যাও দিয়েছেন ম্যাকগ্রা। বুমরাহকে সীমিত ওভারের ক্রিকেটে বেশি কার্যকর মনে করেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসার। তাই তাকে শুধু টেস্টে সীমাবদ্ধ করে রাখা হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি। অবশ্য বুমরাহ কোন ফরম্যাট বেছে নেবেন সেটা তার ওপরই ছেড়ে দিতে বলেছেন ম্যাকগ্রা।
এশিয়া কাপে শেবাগের ‘গেম চেঞ্জার’ অভিষেক-বুমরাহ
২৮ আগস্ট ২৫
তিনি বলেন, 'আপনার আরেকটি পেস বোলিং ইউনিট তৈরি করতে হবে যারা সমানভাবে ভালো বল করতে পারবে, যাতে ওয়ার্কলোড ভাগাভাগি করা যায়। বুমরাহ একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভীষণ কার্যকর। যদি সে কেবল টেস্টেই সীমাবদ্ধ থাকে, সেটি হতাশাজনক হবে। তবে শেষ পর্যন্ত তাকেই ঠিক করতে হবে কোনটা তার জন্য ভালো।'
বুমরাহর অ্যাকশন নিয়ে ম্যাকগ্রা বলেন, 'তার অ্যাকশন অনেকটা ভিন্ন। ধীরগতির রান-আপের পর শেষ কয়েক ধাপে হঠাৎ গতি এনে ক্রিজ অতিক্রম করে। তার হাইপারএক্সটেনশন এবং দুর্দান্ত রিস্ট পজিশন রয়েছে। তার বল রিলিজ হয় ব্যাটসম্যানের অনেক কাছে থেকে, যেটা তাকে আরও কার্যকর করে তোলে, কিন্তু শরীরের ওপর বাড়তি চাপ ফেলে।'