বুমরাহকে শুধু টেস্টে সীমাবদ্ধ রাখা হতাশাজনক হবে: ম্যাকগ্রা

গ্লেন ম্যাকগ্রা ও জসপ্রিত বুমরাহ, বিসিসিআই
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে বুমরাহকে অতিরিক্ত ব্যবহার করা হয়েছিল বলে গুঞ্জন আছে। অনেকেই মনে করেন এই সফরের ধকলের কারণেই চোটে পড়তে হয়েছিল বুমরাহকে। চোট কাটিয়ে আইপিএল দিয়ে আবারও মাঠে ফেরেন বুমরাহ। তবে ঝুঁকির কারণে তিনি টানা খেলতে পারছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে তিনটির বেশি টেস্টে খেলতে পারেননি তিনি।

promotional_ad

অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা মনে করেন, বুমরাহর অস্বাভাবিক বোলিং অ্যাকশন তার শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং তাই ফিট থাকতে হলে নিয়মিত বিরতিতে বিশ্রাম দরকার। তবে এই প্রাইম পেসারকে বিশ্রাম দিতে হলে ভারতের অন্য পেসারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি।


আরো পড়ুন

দ্রাবিড়ের খেলা সেরা দুই কঠিন বোলার ম্যাকগ্রা ও মুরালিধরন

২৩ আগস্ট ২৫
ফাইল ছবি

চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে গ্লেন ম্যাকগ্রা বলেন, 'আপনি চাইবেন আপনার সেরা বোলার যেন বল করে এবং সেও সবসময় বল করতে চাইবে। কিন্তু যদি সে শুধুই ছোট ছোট স্পেলে বল করে, তবে ব্যাটিং দল জানে তিন-চার ওভার টিকলেই ঝুঁকি কমে যাবে। তাই অন্য বোলারদের ভূমিকা এখানে অনেক গুরুত্বপূর্ণ।'


promotional_ad

এর প্রেক্ষিতে ব্যাখ্যাও দিয়েছেন ম্যাকগ্রা। বুমরাহকে সীমিত ওভারের ক্রিকেটে বেশি কার্যকর মনে করেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসার। তাই তাকে শুধু টেস্টে সীমাবদ্ধ করে রাখা হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি। অবশ্য বুমরাহ কোন ফরম্যাট বেছে নেবেন সেটা তার ওপরই ছেড়ে দিতে বলেছেন ম্যাকগ্রা।


আরো পড়ুন

এশিয়া কাপে শেবাগের ‘গেম চেঞ্জার’ অভিষেক-বুমরাহ

২৮ আগস্ট ২৫
অভিষেক শর্মা ও জসপ্রিত বুমরাহ

তিনি বলেন, 'আপনার আরেকটি পেস বোলিং ইউনিট তৈরি করতে হবে যারা সমানভাবে ভালো বল করতে পারবে, যাতে ওয়ার্কলোড ভাগাভাগি করা যায়। বুমরাহ একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভীষণ কার্যকর। যদি সে কেবল টেস্টেই সীমাবদ্ধ থাকে, সেটি হতাশাজনক হবে। তবে শেষ পর্যন্ত তাকেই ঠিক করতে হবে কোনটা তার জন্য ভালো।'


বুমরাহর অ্যাকশন নিয়ে ম্যাকগ্রা বলেন, 'তার অ্যাকশন অনেকটা ভিন্ন। ধীরগতির রান-আপের পর শেষ কয়েক ধাপে হঠাৎ গতি এনে ক্রিজ অতিক্রম করে। তার হাইপারএক্সটেনশন এবং দুর্দান্ত রিস্ট পজিশন রয়েছে। তার বল রিলিজ হয় ব্যাটসম্যানের অনেক কাছে থেকে, যেটা তাকে আরও কার্যকর করে তোলে, কিন্তু শরীরের ওপর বাড়তি চাপ ফেলে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball