দ্বিতীয় দিনের খেলার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ভারতের পেসার আকাশ দীপের একটি উদযাপন। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে কট বিহাইন্ডে আউট করার পর আকাশ দীপ উল্লাস করেন এবং এরপর ব্যাটারের কাঁধে হাত রেখে কয়েক ধাপ হেঁটে বিদায় জানান তিনি।
ডাকেট আউট হওয়ার আগে আকাশকে বলেছিলেন, 'তুমি আমাকে আউট করতে পারবে না'। এর পরিপ্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া দেখান ভারতের তরুণ পেসার। ট্রেসকোথিক আকাশের আচরণকে ভালোভাবে নেননি।
তিনি বলেন, 'এভাবে কাউকে বিদায় দেয়ার কোনো প্রয়োজন ছিল না। একজন বোলারের কাজ ওই পর্যন্তই। আমি আগে কখনো কাউকে এভাবে ব্যাটারকে নিয়ে হাঁটতে দেখিনি। বিষয়টা কিছুটা অদ্ভুত।'
ট্রেসকোথিককে পরে ড্রেসিংরুমের ব্যালকনিতে কিছু অঙ্গভঙ্গি করতেও দেখা যায়। সেটির ব্যাখ্যায় তিনি বলেন, 'আমরা তখন ব্যালকনিতে বসে আলাপ করছিলাম। আমার সময় হলে অনেকেই হয়তো ভিন্ন কিছু করত, হয়তো কনুই দিয়ে হালকা ঠেলা দিত। আমি তখন কেবল মজা করছিলাম, হাসছিলাম।'
ডাকেট আরেকটি ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ভারতের সাই সুদর্শনের আউটের পর কথার উত্তেজনায় জড়ান তিনি। এ ছাড়া প্রথম ইনিংসে জো রুট ও প্রসিধ কৃষ্ণার মধ্যেও কথার লড়াই হয়েছে।
রুট-প্রসিধের ঘটনার ব্যাখ্যায় ট্রেসকোথিক বলেন, 'তারা সম্ভবত কোনো মন্তব্য করেছিল, আর প্রসিধ সেটা শুনে ওকে একটু উস্কে দিতে চেয়েছিল। জো সাধারণত হাসিখুশি থাকে, অনেক কিছুই হালকাভাবে নেয়। কিন্তু আজ সে একটু ভিন্ন ছিল। আজ সে পাল্টা জবাব দিয়েছে।'