তিনটি ক্যাচ মিসে হতাশা বাড়ল ইংল্যান্ডের

আন্তর্জাতিক
তিনটি ক্যাচ মিসে হতাশা বাড়ল ইংল্যান্ডের
তিনটি ক্যাচ মিসে হতাশা বাড়ল ইংল্যান্ডের, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে বেশকিছু সুযোগ হাতছাড়া করেছে ইংল্যান্ড। প্রথম ১৫ ওভারে তিনটি ক্যাচ ফেলেছে দলটি, যার ফলে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

ভারত দ্বিতীয় দিন শেষ করেছে ৫২ রানের লিড নিয়ে, হাতে আট উইকেট। ইয়াশভি জয়সাওয়াল ৪৪ বলে হাফসেঞ্চুরি করে মাঠ ছেড়েছেন। তাকে দুইবার জীবন দেন ইংলিশ ফিল্ডাররা। ২০ রানে হ্যারি ব্রুক দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ফেলেন। এরপর ৪০ রানে লিয়াম ডসন লং লেগে সহজ সুযোগ হারান। এ ছাড়া সাই সুদর্শনের ক্যাচ ফেলে দেন জ্যাক ক্রলি।

ডসনের ফেলা ক্যাচটি সবচেয়ে সহজ ছিল। চোট পাওয়া ক্রিস ওকসের বদলে নামা এই বিকল্প ফিল্ডারের দিকে বল সোজা গেলেও রোদের ঝলক কিংবা ফ্লাডলাইটের আলোয় বলের দিক হারিয়ে ফেলেন তিনি। অথচ সানগ্লাসটা তখন ছিল ক্যাপের ওপর, চোখে নয়।

ম্যাচ শেষে ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক বলেন, 'আপনি যখন সুযোগ হারান, তখন হতাশ হতেই হয়। এই জায়গাগুলোয় ভালো করার ব্যাপারে আমরা গর্ব করি। কিন্তু আজ সেটা হয়নি। আমরা সবাই জানি, এসব ক্যাচ কতটা গুরুত্বপূর্ণ— বিশেষ করে স্লিপে। হতাশ লাগছে, তবে এটা খেলারই অংশ।'

এই সিরিজে এটি ছিল ইংল্যান্ডের ১৫তম ক্যাচ মিস। ভারত ফেলেছে ২০টি ক্যাচ। আগের টেস্টে ম্যানচেস্টারে এই ক্যাচ ফেলার খেসারত দিয়েছিল ইংল্যান্ড—সেই ম্যাচে শুভমান গিল ও রবীন্দ্র জাদেজার দুটি জীবন দেয় তারা, যার মধ্যে একটি ছিল জাদেজার ম্যাচ বাঁচানো সেঞ্চুরির শুরুতেই।

দ্বিতীয় দিন শেষে ম্যাচে দু’দলের অবস্থান নিয়ে আশাবাদী ট্রেসকোথিক। তার মতে ম্যাচ এখনো সমানে-সমান, 'উইকেট এখনো প্রাণবন্ত। বলের গতি, বাউন্স, সিম মুভমেন্ট—সবই আছে। এমন কন্ডিশনেই আমরা খেলতে পছন্দ করি।'

আরো পড়ুন: মার্কাস টেসকোথিক