কনওয়ে-মিচেলের ‘আক্ষেপ’, ভালো বোলিংয়ের পরও চাপে জিম্বাবুয়ে

সেঞ্চুরি মিস করেন ড্যারিল মিচেল, ফাইল ফটো
ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল শতকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত কেউই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। তাদের ব্যাটেই ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০৭ রান তোলে নিউজিল্যান্ড। তবে আর কেউ পঞ্চাশ ছুঁতে না পারায় বিশাল সংগ্রহ গড়া হয়নি সফরকারীদের।

promotional_ad

বুলাওয়েতে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষ হয় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুর মধ্যে দিয়েই। প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হওয়া স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসেও শুরুর ধাক্কা সামলাতে পারেনি। ১৩ ওভার খেলে দিনের শেষ দিকে ৩১ রানে দুই উইকেট হারায় তারা। এখনো ১২৭ রানে পিছিয়ে আছে দলটি।


আরো পড়ুন

শ্রীলঙ্কার ওয়ানডে দলে নেই হাসারাঙ্গা

২১ আগস্ট ২৫
বাংলাদেশ সিরিজে পাওয়া ইনজুরিতে কপাল পুড়ল ওয়ানিন্দু হাসারাঙ্গার, ফাইল ফটো

৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করা কনওয়ে থামেন ৮৮ রানে। ১৭০ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার। মিচেল করেন ১১৯ বলে ৮০ রান, ইনিংসে ছিল একটি ছক্কা ও পাঁচটি চার। দুজনেই ইনিংস গড়ার চেষ্টায় ছিলেন, তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় দল বড় লিড নিতে পারেনি।


দিনের শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা উইল ইয়াং এ দিন প্রথম বলেই বিদায় নেন ব্লেসিং মুজারাবানির শর্ট বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে।


ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস সেই ধাক্কা কিছুটা সামাল দেন। দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৬ রান। তবে মুজারাবানি তার দ্বিতীয় স্পেলে ফিরে এসে প্রথম ওভারেই ভাঙেন জুটি। ফিরিয়ে দেন ছয়টি চারে ৩৪ রান করা নিকোলসকে।


promotional_ad



আরো পড়ুন

৮০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ব্রেভিস

১৩ আগস্ট ২৫
সেঞ্চুরির পর ডেওয়াল্ড ব্রেভিস

এরপর একে একে ফিরে যান রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল ও মাইকেল ব্রেসওয়েল। কনওয়েকে বাউন্সারে থামান চিভাঙ্গা। এক উইকেটে ১৫৮ থেকে নিউজিল্যান্ডের স্কোর পরিণত হয় ছয় উইকেটে ২০০ রানে।


দল চাপের মধ্যে পড়লে ধীরস্থিরভাবে ইনিংস সাজান মিচেল। কিছু সময় তাকে সঙ্গ দেন মিচেল সান্টনার ও নাথান স্মিথ। স্মিথের সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। তবে স্মিথ ৭৯ বলে ২২ রান করে আহত হয়ে মাঠ ছাড়লে সেই জুটির ইতি ঘটে।


সবশেষে ৮৫ বলে পঞ্চদশ টেস্ট ফিফটি পূর্ণ করেন মিচেল। ম্যাট হেনরি আউট হওয়ার পর মিচেলও শেষ ব্যাটার হিসেবে ফিরলে থামে নিউজিল্যান্ডের ইনিংস। দিন শেষে আবার ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে সপ্তম ওভারে হারায় ১১ রান করা বেন কারানকে।


এরপর ১৮ রান করা ব্রায়ান বেনেটও ফেরেন দ্রুত। খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। শেষদিকে নিক ওয়েলচ ও নাইটওয়াচম্যান ভিনসেন্ট মাসেকেসা আর কোনো বিপদ হতে দেননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball